শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০১:৩৩ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কঠোর বিধিনিষেধ দেখতে বেরিয়ে আটক ২৪৯, গ্রেপ্তার ৭৩

মাসুদ আলম, সুজন কৈরী: [২] করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলাকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮টি বিভাগে অভিযান চালিয়ে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] আটক করা হয়েছে ২৪৯ জনকে, সাজা দেওয়া হয়েছে আট জনকে। ৫৬ জনকে ৬ হাজার ২০৭ টাকা এবং ১০টি দোকানকে ৩৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

[৪] বৃস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান চালায় পুলিশ।

[৫] ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, অভিযানকালে অপ্রয়োজনে বের হওয়ায় ২২২টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা। রেকারিং করা হয়েছে ৪৬টি গাড়ি আর জব্দ করা হয়েছে ছয়টি গাড়ি।

[৬] তিনি জানান, রমনা বিভাগে ২ জনকে ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। ৩৩টি গাড়ির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় জরিমানা করা হয়েছে ৫৮ হাজার ১০০ টাকা। রেকারিং করা হয়েছে ২টি গাড়ি।

[৭] লালবাগ বিভাগে ৩৮ জনকে গ্রেপ্তার ও ৩ জনকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও ২৫টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ২৫ হাজার ৬০০ টাকা।

[৮] মতিঝিল বিভাগে ২ জনকে জরিমানা করা হয়েছে ১ হাজার ১০০ টাকা ও বিধিনিষেধে অমান্য করায় ৯টি দোকানকে জরিমানা করা হয়েছে ১৮ হাজার ৫০০ টাকা। এছাড়াও ১৯টি গাড়ির মামলায় জরিমানা করা হয়েছে ৪৫ হাজার ২০০ টাকা।

[৯] ওয়ারী বিভাগে ৩ জনকে গ্রেপ্তার ও ১৬ জনকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। ১৫টি গাড়ির মামলায় জরিমানা করা হয়েছে ৭০ হাজার টাকা।

[১০] তেজগাঁও বিভাগ ১৬৭ জনকে আটক ও মিরপুর বিভাগ ৭৫ জনকে আটক করেছে। ৩০ জনকে জরিমানা করা হয়েছে ১০ হাজার ৬০০। ৯৮টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয় ২৫ হাজার। রেকারিং করা হয়েছে ১১টি গাড়ি ও ৪টি গাড়ি জব্দ করা হয়।

[১১] গুলশান বিভাগ ৭ জনকে আটক করেছে ও ৮ জনকে ২ হাজার ৭ টাকা জরিমানা করা হয়েছে। ২১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয় ৬১ হাজার।

[১২] উত্তরা বিভাগ ৩২ জনকে গ্রেপ্তার ও ৩ জনকে জরিমানা করা হয় ৭০০ টাকা। এছাড়াও একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১১টি গাড়ির মামলায় ১২ হাজার ২০০ টাকা জরিমানা ও ৩৩টি গাড়ি রেকারিং করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়