শিরোনাম
◈ ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে ডিসি-ইউএনওদের বাদ দিয়ে কারা থাকবে? ◈ ‘ভারতীয় সফটওয়্যার’ ইরানে হামলার নেপথ্যে, আতঙ্কে মুসলিম বিশ্ব ◈ সারজিস-হাসনাতকে শতবার কল করলেও রিসিভ করেন না: শহীদ জাহিদের মায়ের অভিযোগ ◈ ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি, ঝড়ের শঙ্কা ◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০১:২৯ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২১, ০১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জমি নিয়ে বিরোধ: সাভারে দুই গ্রুপের পাল্টাপাল্টি গুলি

ইমদাদুল হক: [২] সাভারের আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গোলাগুলির ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।

[৩] মঙ্গলবার (২৯ জুন) সকালে আশুলিয়ার গাজিরচট এলাকার উষাপল্ট্রি মোড়ে এ ঘটনা ঘটে।

[৪] স্থানীয়রা জানান, সকালে হঠাৎ গুলির শব্দ শুনতে পায়। এ সময় ভয়ে কেউ বের হয়নি। তবে আমরা যতটুকু দেখেছি দুই পক্ষই গুলি ছুড়েছে। বাইরে এখনো বেশ কয়েকটি গুলির খোসা পড়ে আছে। আমরা খুবই আতঙ্কিত।

[৫] স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে রহিম খা নামে মানিকগঞ্জের এক ব্যবসায়ীর একটি জায়গা দখল করে মতিন বঙ্গবন্ধু মেডিকেলের প্রস্তাবিত জায়গার সাইনবোর্ড দেন। তার কাছে কোনো কাগজপত্র নেই। তারপরও তিনি এই জায়গা দখল করে রয়েছেন। আজ রহিম খার লোকজন জায়গা বুঝে নিতে এলে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন এমএ মতিন।

[৬] উষা পল্ট্রি মোড়ের এক চা দোকানদার বলেন, গোলাগুলির ঘটনা এখানে নতুন নয়। প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। আমাদের অভ্যাস হয়ে গেছে।

[৭] এ ব্যাপারে এম এ মতিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

[৮] রহিম খা বলেন, আমার জায়গা জোর করে দখল করে রেখেছে এমএ মতিন। আজ আমরা জমিতে গেলে মতিনের প্রতিনিধিরা বাধা দেয়। পরে মতিন ও তার বাহিনী গুলি ছোড়েন।

[৯] আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ জানান, ঘটনা শোনার পর টিম পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়