ইমদাদুল হক: [২] সাভারের আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গোলাগুলির ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।
[৩] মঙ্গলবার (২৯ জুন) সকালে আশুলিয়ার গাজিরচট এলাকার উষাপল্ট্রি মোড়ে এ ঘটনা ঘটে।
[৪] স্থানীয়রা জানান, সকালে হঠাৎ গুলির শব্দ শুনতে পায়। এ সময় ভয়ে কেউ বের হয়নি। তবে আমরা যতটুকু দেখেছি দুই পক্ষই গুলি ছুড়েছে। বাইরে এখনো বেশ কয়েকটি গুলির খোসা পড়ে আছে। আমরা খুবই আতঙ্কিত।
[৫] স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে রহিম খা নামে মানিকগঞ্জের এক ব্যবসায়ীর একটি জায়গা দখল করে মতিন বঙ্গবন্ধু মেডিকেলের প্রস্তাবিত জায়গার সাইনবোর্ড দেন। তার কাছে কোনো কাগজপত্র নেই। তারপরও তিনি এই জায়গা দখল করে রয়েছেন। আজ রহিম খার লোকজন জায়গা বুঝে নিতে এলে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন এমএ মতিন।
[৬] উষা পল্ট্রি মোড়ের এক চা দোকানদার বলেন, গোলাগুলির ঘটনা এখানে নতুন নয়। প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। আমাদের অভ্যাস হয়ে গেছে।
[৭] এ ব্যাপারে এম এ মতিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
[৮] রহিম খা বলেন, আমার জায়গা জোর করে দখল করে রেখেছে এমএ মতিন। আজ আমরা জমিতে গেলে মতিনের প্রতিনিধিরা বাধা দেয়। পরে মতিন ও তার বাহিনী গুলি ছোড়েন।
[৯] আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ জানান, ঘটনা শোনার পর টিম পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন। সম্পাদনা: হ্যাপি