সুমাইয়া ঐশী : [২] করোনা পরবর্তী অর্থনীতি চাঙ্গা করতে এই প্রকল্পে ১০০ কোটি রুপি বরাদ্দ করলো দেশটি।
[৩] সোমবার সন্ধ্যায় এ ঘোষণা দেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন করোনা মহামারির কারণে ব্যাপকভাবে প্রভাবিত হওয়া আটটি খাতকে পুনরুদ্ধারের পরিকল্পনা তুলে ধরে কেন্দ্রীয় সরকার। ক্ষতিগ্রস্ত সেই খাতগুলোর মধ্যে র্ছিলো পর্যটন খাতও। এনডিটিভি
[৪] এছাড়া ভ্রমণ ও পর্যটন বিষয়ক এজেন্সি বা অংশীদারদের জন্য বিশেষ ঋণ প্রকল্পও ঘোষণা করেন নির্মলা। এর আওতায় থাকছে ৯৯৪টি ভ্রমণ ও পর্যটন অংশীদার প্রতিষ্ঠান এবং লাইসেন্সধারী ১০ হাজার ৭০০ জন টুরিস্ট গাইড। সেক্ষেত্রে প্রতি এজেন্সিবাবদ ১০ লাখ রুপি ঋণ দেওয়া হবে এবং প্রতি টুরিস্ট গাইড পাবেন ১ লাখ করে ঋণ। নির্মলা জানান, ঋণ গ্রহীতাদের কোনো প্রসেসিং চার্জ বা অতিরিক্ত কোনো জমানত থাকার প্রয়োজন নেই। দ্য ট্রিবিউন
[৫] দ্য ওয়াল বলছে, বিনামূল্যে পর্যটন ভিসার সুযোগ থাকবে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে মূলত প্রথম পাঁচ লাখ পর্যটন ভিসার আবেদন পাওয়ার পরই এ সুযোগ স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যাবে। সেক্ষেত্রে ঐ তারিখের আগেও যদি পাঁচ লাখ পূর্ণ হয়ে যায়, তখনই সেই সুযোগ বন্ধ করে দেওয়া হবে। তবে এ প্রকল্পের জন্য সরকারের খরচ হবে ১০০ কোটি রুপি। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল