সুজন কৈরী : [২] গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে র্যাব-১। তারা হলেন- আরিফুল ইসলাম বাপ্পি ওরফে পিস্তল বাপ্পি, নূর হোসেন সাগর, সোহেল হাওলাদার এবং হিরা মিয়া।
[৩] র্যাব জানায়, শনিবার দুপুরে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তল সদৃশ লাইটার, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, এক হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ল্যাপটপ, দুটি রামদা, একটি ছোরা, একটি দেশে তৈরি চাইনিজ কুড়াল, আটটি মোবাইল ফোনসেট ও নগদ ছয় হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
[৪] রেববার দুপুরে র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গী পূর্ব থানার সরকারবাড়ী রোডের পূর্ব আরিচপুর এলাকার বাপ্পীর অফিস কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে আটকদের দুই থেকে তিনজন সহযোগী পালিয়ে যায়।
[৫] আটকদের বরাত দিয়ে র্যাব জানিয়েছে, আরিফুল ইসলাম বাপ্পি ওরফে পিস্তল বাপ্পি টঙ্গী এলাকার একজন মাদক সম্রাট। তিনি এলাকায় মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। এলাকায় কোনো ব্যক্তি তার মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করলে তারা অবৈধ পিস্তল দেখিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি, হুমকি ধামকি দিচ্ছিলো।