রাকিবুল আবির: [২]ওহিয়ো জনসমাবেশে ভিডিও প্ল্যাটফর্মে অংশগ্রহণ করলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। [৩] শনিবার ডোনাল্ড ট্রাম্প র্যাম্বল ভিডিও প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেছেন। একই দিনে তিনি ওহিয়োতে একটি প্রচারণা সমাবেশেও অংশ নিয়েছেন। ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গার পর এটাই তার প্রথম কোনো জন সমাবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ। এনডিটিভি
[৪] ক্যাপিটল দাঙ্গার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ হন ট্রাম্প। টুইটার থেকে চিরস্থায়ীভাবে এবং ইউটিউব থেকে অনির্দিষ্টকালের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে ট্রাম্পকেঅ। ফেসবুক থেকেও অন্তত ২০২৩ সাল পর্যন্ত নিষিদ্ধ সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
[৫] ট্রাম্পের মুখপাত্র লিজ হেরিংটন রয়টার্সকে বলেছেন, র্যাম্বলে অংশগ্রহণ আসলে ট্রাম্পের নিজস্ব একটি প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনার অংশবিশেষ। চলতি মাসের শুরুতে চালু হওয়া ব্লগটি আপাতত বন্ধ রেখেছেন ট্রাম্প। তবে সেই নতুন প্ল্যাটফর্মের বিষয়ে কিছুই জানাননি তিনি।
[৬] কানাডিয়ান প্রযুক্তিবিদ, উদ্যোক্তা পাভলোভস্কি ইউটিউবের বিকল্প হিসেবে ২০১৩ সালে র্যাম্বল চালু করেন, যা মার্কিন রক্ষণশীলদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী