শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে বিষুর দাম ৭ লাখ টাকা

সোহাগ হাসান: [২] আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের বহুলীতে নিজ বাড়ীতেই বিষু নামে একটি ষাড় গরু প্রস্তুত করেছেন জাহাঙ্গীর আলম দম্পতি। ষাড়টির দাম সাত লাখ টাকায় বিক্রি করবে বলে জানান জাহাঙ্গীর দম্পতি। ষাড় গরুটি একনজর দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে তার বাড়িতে। দূর-দূরান্ত থেকে আসছেন অনেকেই।

[৩] এবার কোরবানিতে বাড়ী থেকেই গরুটি বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন জাহাঙ্গীর আলম দম্পতি। গরুটি আনুমানিক প্রায় ২৫ মণ মাংস হিসেবে সাত লাখ টাকা দাম হাকাচ্ছেন। চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় গরুটি এখনো তার বাড়ীতে আছে।

[৪] সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল মধ্যপাড়া গ্রামের আব্দুল হালিম খানের ছেলে জাহাঙ্গী ও তার স্ত্রী মাহমুদা খাতুন নিজ বাড়িতে নিজ সন্তানের মতো করে তিন বছর ধরে পালন করে আসছে গরুটি। এবং তার জন্ম বৃহস্পতিবারে হওয়ায় নাম রেখেছে বিষু।

[৫] জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় হাটে এ ধরনের গরুর চাহিদা থাকলেও কাঙ্খিত দাম পাওয়া দুষ্কর। তাই তিনি এবার নিজ বাড়ী থেকেই বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

[৬] তিনি আরও বলেন, গরুটির আনুমানিক ওজন ২৫ থেকে ২৬ মণ হতে পারে। গরুটির রং কলো এবং সাদা তিলক রয়েছে। গরুটির আকারে প্রায় সাড়ে ৬ ফুট উঁচু ও লম্বা প্রায় ১০ ফুট। মাথায় সাদা রঙের তিলক থাকায় গরুটি দেখতে আকর্ষণীয়।

[৭] সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ জানান, গরুটি প্রাকৃতিক উপায়ে লালন পালন করেছে জাহাঙ্গীর দম্পতি। গরুটি দেখতেও অনেক সুন্দর। প্রাণীসম্পদ অফিস থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়