শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে বিষুর দাম ৭ লাখ টাকা

সোহাগ হাসান: [২] আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের বহুলীতে নিজ বাড়ীতেই বিষু নামে একটি ষাড় গরু প্রস্তুত করেছেন জাহাঙ্গীর আলম দম্পতি। ষাড়টির দাম সাত লাখ টাকায় বিক্রি করবে বলে জানান জাহাঙ্গীর দম্পতি। ষাড় গরুটি একনজর দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে তার বাড়িতে। দূর-দূরান্ত থেকে আসছেন অনেকেই।

[৩] এবার কোরবানিতে বাড়ী থেকেই গরুটি বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন জাহাঙ্গীর আলম দম্পতি। গরুটি আনুমানিক প্রায় ২৫ মণ মাংস হিসেবে সাত লাখ টাকা দাম হাকাচ্ছেন। চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় গরুটি এখনো তার বাড়ীতে আছে।

[৪] সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল মধ্যপাড়া গ্রামের আব্দুল হালিম খানের ছেলে জাহাঙ্গী ও তার স্ত্রী মাহমুদা খাতুন নিজ বাড়িতে নিজ সন্তানের মতো করে তিন বছর ধরে পালন করে আসছে গরুটি। এবং তার জন্ম বৃহস্পতিবারে হওয়ায় নাম রেখেছে বিষু।

[৫] জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় হাটে এ ধরনের গরুর চাহিদা থাকলেও কাঙ্খিত দাম পাওয়া দুষ্কর। তাই তিনি এবার নিজ বাড়ী থেকেই বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

[৬] তিনি আরও বলেন, গরুটির আনুমানিক ওজন ২৫ থেকে ২৬ মণ হতে পারে। গরুটির রং কলো এবং সাদা তিলক রয়েছে। গরুটির আকারে প্রায় সাড়ে ৬ ফুট উঁচু ও লম্বা প্রায় ১০ ফুট। মাথায় সাদা রঙের তিলক থাকায় গরুটি দেখতে আকর্ষণীয়।

[৭] সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ জানান, গরুটি প্রাকৃতিক উপায়ে লালন পালন করেছে জাহাঙ্গীর দম্পতি। গরুটি দেখতেও অনেক সুন্দর। প্রাণীসম্পদ অফিস থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়