শাহীন খন্দকার: [২] অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ আরও বলেছেন, বর্তমান পরিস্থিতিতে লকডাউন ঘোষণা অত্যন্ত সময় উপযোগী। ডেল্টা ভ্যারিয়েন্ট বাংলাদেশসহ বিশ্বের ৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ৪০টি জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণ শয্যা সংখ্যা, আইসিইউ বেড বৃদ্ধির পরেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনা ইউনিটের প্রায় সকল বেডেই রোগী ভর্তি রয়েছে।
[৩] তিনি বলেন, এ অবস্থায় ‘ফিল্ড হাসপাতাল’ তৈরির যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। অনান্য হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা সংখ্যা বৃদ্ধি করতে হবে। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় জনবলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কমপক্ষে দুই সপ্তাহ ঘরের বাহিরে একেবারেই বের হওয়া উচিত হবে না। ঘরবন্দি থাকাই সর্বোত্তম পন্থা।
[৪] উপাচার্য আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই পরিস্কার পরিচ্ছন্ন মাস্ক ব্যবহার করতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়াসহ সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শনিবার সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। সম্পাদনা: মেহেদী হাসান