শিরোনাম
◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন ◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান! ◈ সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ১২:৩৭ রাত
আপডেট : ২৬ জুন, ২০২১, ১২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চকরিয়ায় ১২ বছরের শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

ফরিদুল মোস্তফা খান: [২] কক্সবাজারের চকরিয়ায় ১২ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রধান আসামি ইউনুছকে চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

[৩] বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৫ এর একটি টিম এ অভিযান চালায়। তাকে চকরিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব। এ নিয়ে মামলার দুই অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত (১৩ জুন) গ্রেপ্তার করা হয় রোকসানা আকতার নামে এক নারীকে। ধর্ষণের শিকার হওয়ার আগে শিশুটিকে পানির সাথে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করার অভিযোগ উঠে ওই নারীর বিরুদ্ধে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ শুক্রবার সকালে র‌্যাব-১৫ এর কক্সবাজারস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

[৪] র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গত ২ জুন চকরিয়ার
খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে শিশুটিকে বাড়িতে নিয়ে যায় রোকসানা আকতার। এরপর পানির সাথে নেশাদ্রব্য পান করিয়ে শিশুটি অচেতন হলে তাকে পাশের রুমে শুইয়ে রাখে। পরে রোকসানা ইউনুছকে খবর দেয় এবং ইউনুছ শিশুটিকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি আবার অজ্ঞান হয়ে গেলে তারা শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করে। শিশুর পরিবার অজ্ঞান হওয়ার বিষয়টি জানতে চাইলে তারা সদুত্তর দিতে ব্যর্থ হয়। এক পর্যায়ে পরিবারের লোকজন শিশুকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক জানায় শিশুটি ধর্ষিত হয়েছে।

[৫] এ ঘটনায় ৭ জুন চকরিয়া থানায় একটি মামলা হয়। এরপর থেকে র‌্যাব ঘটনাটির সত্যতা যাচাই করে অভিযুক্তদের ধরতে ব্যাপক তৎপরতা চালায়। সর্বশেষ আমিরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি ইউনুছকে। তিনি জানান, গ্রেপ্তার ইউনুছকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্পাদনা: মারুফ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়