নুর উদ্দিন:[২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে অস্ত্রসহ মো. সামছু উদ্দিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।বৃহস্পতিবার (২৪ জুন) উপজেলার চরএলাহী ইউনিয়নের ক্লোজারঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
[৩] গ্রেফতারকৃত সামছু উদ্দিন ওই ইউনিয়নের চরবালুয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সহিংসতাকে কেন্দ্র করে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এ সময় তিনটি বন্দুক ও ১২ রাউন্ড কার্তুজসহ মো. সামছু উদ্দিনকে গ্রেফতার করে র্যাব।
[৪] এসময় মামলা দিয়ে তাকে অস্ত্রসহ কোম্পানীগঞ্জ থানায় সামছু উদ্দিনকে সোপর্দ করে র্যাব। এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ মুঠো ফোনে জানান, শুক্রবার সকালে অস্ত্রসহসামছু উদ্দিনকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।সম্পাদনা:অনন্যা আফরিন