শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৩:৪৭ রাত
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের বোনের বাসায় হামলার অভিযোগ (ভিডিও)

নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোনের বাসায় বুধবার রাতে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হামলার জন্য বসুরহাট পৌরসভার মেয়র সেতুমন্ত্রীর ভাই আবদুল কাদের মির্জার অনুসারীদের দায়ী করা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার পাল্টাপাল্টি বিক্ষোভের ডাক দিয়েছে দুই পক্ষ।

বুধবার রাত ৮টার দিকে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন সেতুমন্ত্রীর ভাগ্নে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একাংশের মুখপাত্র মাহবুব রশীদ মঞ্জু। এ হামলার প্রতিবাদে সেতুমন্ত্রীর ছোট বোন রোকেয়া বেগমের নেতৃত্বে রাত ১০ টায় বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি নিয়ে কোম্পানীগঞ্জ থানা ঘেরাও করা হয়।

মঞ্জু বলেন, কোম্পানীগঞ্জের অপরাজনীতির হোতা মেয়র আবদুল কাদের মির্জার সন্ত্রাসীবাহিনী রোকেয়া বেগমের ছেলে ফখরুল ইসলাম রাহাতের বাসায় হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। বসুরহাট বাজারের শত শত মানুষের সামনে কাদের মির্জার নেতৃত্বে তার সন্ত্রাসীবাহিনী হামলা চালিয়েছে।

বাসায় হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বসুরহাট রূপালী চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন মঞ্জু। এর পরপরই কাদের মির্জার একান্ত সহাকরী ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কোম্পানীগঞ্জে একই স্থানে একই সময়ে সমাবেশের ডাক দেন।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিনের মোবাইল নম্বরে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি। যুগান্তর, সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়