নুরে আলম: [২] ইথিওপিয়ায় একটি বাজারে বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় তাইগ্রে অঞ্চলের তোগোগা গ্রামে এ ঘটনা ঘটেছে। রয়টার্স
[৩] প্রত্যক্ষদর্শী এক নারী বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার দিকে বাজারের ওপর বোমা ফেলা হয়। এতে তার স্বামী ও দুই বছরের কন্যা আহত হয়েছে। তিনি আরো বলেন, আমরা বিমান দেখিনি, তবে শব্দ শুনেছি। বিস্ফোরণ হলে সবাই ছুটে পালিয়েছিলাম। পরে ফিরে এসে আহতদের তোলার চেষ্টা করি।
[৪] স্থানীয় এক মেডিক্যাল কর্মকর্তা বিমান হামলায় অন্তত ৪৩ জনের প্রাণহানির কথা রয়টার্সকে নিশ্চিত করেছেন।
[৫] তবে এক চিকিৎসক বার্তা সংস্থা এপি’কে বলেছেন, ঘটনাস্থলে থাকা চিকিৎসাকর্মীরা ৮০ জনের বেশি বেসামরিক নাগরিকের মৃত্যুর কথা জানিয়েছেন। এপি