সুমাইয়া ঐশী : [২] করোনা যে বায়ুবাহী তা প্রমাণ করেছেন বিজ্ঞানীরা। তবে সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণামূলক পত্রিকা ফিজিক্স অব ফ্লুইডস বলছে, বাতাসের মাধ্যমে যতদূর পর্যন্ত ছড়াতে পারে সার্স-কভ-২, কোনো ফুলের পরাগরেণুর মাধ্যমে তার কয়েকগুণ বেশি দূর পর্যন্ত যেতে পারে এ ভাইরাস। আনন্দবাজার
[৩] বিজ্ঞানীরা বলছেন, কোনো একটি জনবহুল এলাকার নিকটবর্তী গাছে ফুল থাকলে করোনা ছড়ানোর মাত্রাও অনেক বেশি। একটি অঞ্চলে করোনা সংক্রমণ এবং সেখানে উপস্থিত পরাগরেণুর ঘনত্বে বা পরিমাণের মধ্যে মিল খুঁজে পেয়েছেন তারা। যেখানে পরাগরেণুর উপস্থিতি বেশি, সেখানে সংক্রমণও বেশি দেখা দিয়েছে।
[৪] গবেষণা বলছে, একটি পরাগরেণু কয়েকশো সার্স-কভ-২ ভাইরাসের কণাকে বহন করতে পারে। আর ১০ থেকে ১০০ জনের জমায়েতপূর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে ১০ হাজার পরাগরেণু। তাই একটি জনবহুল এলাকায় ফুলসমৃদ্ধ গাছ থাকলে করোনা সংক্রমণের দিক দিয়ে তা কতটা ভয়ানক হতে, বিষয়টি সহজেই অনুমান করা সম্ভব। সেক্ষেত্রে জনবহুল এলাকায় আরো সচেতনতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।