মোঃ কাওছার ইকবাল: [২] দেশের ২য় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে চলতি নিলাম বর্ষে ৪র্থ চায়ের নিলাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টা থেকে শহরের মৌলভীবাজার রোডস্থ খান টাওয়ারে নিলাম কেন্দ্রে এ নিলাম অনুষ্ঠিত হয়।
[৩] শ্রীমঙ্গল টি বোকার্স, রূপশী বাংলা টি বোকার্স এবং জালালাবাদ টি বোকার্স ২০টি চা বাগানের ৩৪৮ লটের মাধ্যমে মোট ১লক্ষ ৪৩ হাজার কেজি চা নিলামে তোলে।
[৪] এবারও শ্রীমঙ্গল টি বোকার্স নিলামে স্কয়ার গ্রুপের মৌলভীবাজারের শাবাজপুর টি এস্টেট এর উৎপাদিত লেমন গ্রিন টি, হানি গ্রিন টি, আর্ল গ্রিন টি ও মার্চচা গ্রিন টি নিলামে তোলে।
[৫] মটি প্লান্টার্স এন্ড ট্রেডার্স সূত্রে জানা যায়, নতুন উৎপাদিত হানি গ্রিন টি প্রতি কেজি ৫ হাজার এবং লেমন গ্রিন টি ২ হাজার ৫শত টাকায় বিক্রি হয়। সম্পাদনা: জেরিন আহমেদ