শিরোনাম

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোরবানির আগেই সংক্রমণ কমাতে হবে : মুশতাক হোসেন

শাহিন হাওলাদার : [২] ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণ করতে না পারলে সংকটে পড়বে স্বাস্থ্য ব্যবস্থা : কামরুল হাসান খান। [৩] ঢাকার সংক্রমিত এলাকায় লকডাউন দেওয়া উচিত : লেলিন চৌধুরী। [৪] আইইডিসিআরের অন্যতম উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, ঢাকায় করোনা সংক্রমণ হার কম থাকলেও সংক্রমণ ১০ শতাংশের বেশি হলে রাজধানীতে যান চলাচল বন্ধ করতে হবে। [৫] ডেল্টা ভ্যারিয়েন্ট দেশজুড়েই আছে, ফলে মানুষ যাতে দূরত্ব বজায় রেখে চলে, সে পদক্ষেপ নেওয়া উচিত।

[৬] বিএসএমএমইউ’র সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, করোনা মহামারি মোকবেলায় সরকারের এখনকার পদক্ষেপসমূহ ঠিক আছে। কারণ একই পদ্ধতিতে লকডাউন দিয়ে বিশ্বের অন্যান্য দেশ সাফল্য পেয়েছে।

[৭] প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ঢাকায় ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার ফলে মানুষের ভিড় ও গণপরিবহনের অব্যবস্থাপনা দূর করার উদ্যোগ নেওয়া জরুরি।

[৮] মানুষকে মাস্ক পরাতে বাধ্য করার পাশাপাশি মাস্ক বিতরণও করতে হবে। মহামারি বিচ্ছিন্নভাবে না দেখে সামগ্রিকভাবে দেখতে হবে বলেও মনে করেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

  • সর্বশেষ
  • জনপ্রিয়