শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০১:১৮ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২১, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের

আব্দুল্লাহ মামুন: [২] সারা দেশে বিভিন্ন জেলার পাশাপাশি রাজধানীতেও করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই সংক্রমণের রাশ টেনে ধরতে না পারলে সংক্রমণ আরও বাড়বে। এজন্য সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ তাদের।

[৩] সারা দেশে বিভিন্ন জেলার পাশাপাশি রাজধানীতেও করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই সংক্রমণের রাশ টেনে ধরতে না পারলে সংক্রমণ আরও বাড়বে। এজন্য সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ তাদের।

[৪] দেশব্যাপী চলছে কঠোর বিধিনিষেধ। সবশেষ সোমবার ঢাকাকে বিচ্ছিন্ন করতে আশপাশের আবার সাত জেলায় আরেকদফা কড়াকড়ি আরোপ।

[৫] বিশেষজ্ঞরা বলছেন এবারের করোনার আতঙ্কের বিষয় হলো ডেল্টা ভ্যারিয়েন্ট। স্বাস্থ্যবিধি পুরোপুরি না মানলে সবাইকেই এর খেসারত দিতে হতে পারে।

[৬] জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. লেলিন চৌধুরী বলেন, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সকলকে মাস্ক পড়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে হবে। তবে বিপুল সংখ্যক মানুষের মাস্ক কেনার সামর্থ্য নেই বা মাস্ক কিনতে আগ্রহ নেই। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতকালে বা বন্যাকালীন ত্রাণ তহবিল গঠন করে মানুষকে নানা ধরনের সহযোগীতা করেন, অনুরূপ করোনা মহামারীতে স্বাস্থ্যবিধির পালনে সকলকে বিনামূল্যে মাস্ক দেওয়ার আহবান এবং বলা উচিত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ‘মাস্ক দিন জীবন বাঁচান’। এই মাস্ক স্থানীয় সরকার ও জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে দ্রæততম সময়ে পৌঁছে দিতে হবে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কঠোর স্বাস্থ্যবিধি পালনে আইন প্রয়োগ করতে হবে।

[৭] তিনি আরও বলেন, লকডাউন ঘোষিত স্থানগুলোতে করোনা টেস্টের পরিমাণ অনেকগুন বাড়াতে হবে। বাংলাদেশে প্রতি হাজারে করোনা টেস্টের হার, আফগানস্তান বাদে দক্ষিণ-পূর্ব এশিয়তে সর্বনি¤œ। আমরা অর্থনৈতিক ভাবে উদীয়মান শক্তি এটি আমাদের জন্য মানানসই নয়। আমাদের করোনা টেস্ট বাড়াতে হবে এবং আক্রান্তদের আলাদা করে চিকিৎসা ও আইসোলেশনের ব্যবস্থা করতে হবে।

[৮] সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. বে-নজির আহমেদ জানান, ‘আমরা যখন জানতে পারছি যে কেউ করোনা আক্রান্ত হচ্ছেন, সাথে সাথে যদি একটা টিম তাদের বিচ্ছিন্ন করে ফেলে তাহলে সেখান থেকে আর নতুন করে রোগী হবে না। একইভাবে আমরা যদি এক শহর থেকে আরেক শহরে চলাচল বন্ধ করি, তহলে এক শহর থেকে আরেক শহরে করোনাভাইরাস ছড়াবে না।’

[৯] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের ভাইরাসবিদ ড. মো. ফিরোজ আহমেদ বলেন, ‘যতদিন পর্যন্ত আমরা গণ টিকাদান নিশ্চিত করতে না পারি; ততদিন পর্যন্ত কিন্তু আমাদের লকডাউন এবং কঠোর স্বাস্থ্যাবিধি পালন করতে হবে। ভাইরাসের এই সংক্রমণটাকে নিয়ন্ত্রণ করারসেটাই একমাত্র উপায়।'

[১০] বিধিনিষেধের পাশপাশি সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে কাজ করতে হবে সরকারকে। ভাইরাসবিদরা বলছেন আশার কথাও বলছেন। কখনো কখনো এই নতুন রূপ নেয়া ভাইরাস ভয়ঙ্কর হয় বা দূর্বল হয়েও যেতে পারে। তবে সেটি সময় সাপেক্ষ ও অনিশ্চিত বিষয়। ড. মো. ফিরোজ আহমেদ এ প্রসঙ্গে বলেন,'করোনাভাইরাসের যে ভ্যারিয়েন্ট এগুলো কিন্তু আসতেই থাকবে। এই যে ভাইরাসের নতুন নতুন মিউটেশন আসছে এগুলোর মধ্যদিয়ে ভাইরাসটা এক সময় নিশ্চিহ্ন হয়ে যাবে। অথবা অপেক্ষাকৃত দুর্বল ভাইরাস হিসেবে আমাদের সিস্টেমে থেকে যাবে।'

[১১] ডা. বে-নজির আহমেদ আরও বলেন,'নানা ধরণের ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমিত হচ্ছে, তবে মূল ভ্যারিয়েন্ট হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। ডেল্টা ভ্যারিয়েন্ট এখন অন্য সব ভ্যারিয়েন্টকে ধীরে ধীরে হটিয়ে দেবে। এখন ৮০ভাগ ডেল্টা ভ্যারিয়েন্ট।' ডিবিসি

[১২] উল্লেখ্য, মে মাসে সংক্রমণ কিছুটা কমে এলে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়। তবে জুনের শুরুতে করোনাভাইরাসের ডেল্টা ধরন ছড়িয়ে পড়তে শুরু করলে দেশে সংক্রমণ ও মৃত্যু আবারও বাড়তে থাকে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়