শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ১২:২২ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২১, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেলারুশের উপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইইউ

সাখাওয়াত হোসেন:[২] স্থানীয় সময় সোমবার যৌথ বিবৃতিতে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে পশ্চিমা এ দেশগুলো। বেলারুশের বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মকর্তাদেরকে এ অবরোধের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। পশ্চিমা এ মিত্র দেশগুলোর অভিযোগ, প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো তার ক্ষমতা টিকিয়ে রাখতে সাধারণ মানুষের উপর দমন-পীড়ন চালাচ্ছে। দেশটির সরকারের উপর চাপ সৃষ্টি করতে এ অবরোধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে তারা। আল জাজিরা

[৩] পশ্চিমা এ দেশগুলো বলছে, বেলারুশে গণতন্ত্রের সঙ্কট চলছে। তারা এ সঙ্কট মোকাবেলায় প্রতিজ্ঞাবদ্ধ। তাই তারা এ অবরোধ আরোপ করেছে।

[৪] এদিকে এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বেলারুশের বিরোধী দলের নেতা সোভিয়াতলানা সিখানোসকায়া। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, পশ্চিমা এ মিত্র দেশগুলো সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আমাদের দেশের গণতন্ত্রের এ সঙ্কট দূর করতে হবে। আমরা উত্তর কোরিয়া হয়ে উঠতে চাই না।

[৫] গত মে মাসে বেলারুশের সাংবাদিক রোমান প্রোটাসেভিচ ও তার প্রেমিকা সোফিয়া সাপেগাকে গ্রেপ্তার করেছিলো দেশটির পুলিশ। নিরাপত্তার অজুহাতে রায়ানার একটি বিমানকে জোর করে অবতরণ করিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিলো। এছাড়া গত বছর রাষ্ট্রপতি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে দেশটির সাধারণ নাগরিক আন্দোলন করেছিলো। এরপরে আলেকজান্ডার লুকাশেঙ্কো সরকার পতনের অভিযোগ এনে ব্যপক ধরপাকড় শুরু করেছিলো।

[৬] তবে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, সাংবাদিক রোমান প্রোটাসেভিচ দেশটিতে বিপ্লব জাগিয়ে দেওয়ার ষড়যন্ত্রে যুক্ত। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়