শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ১২:০৫ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ১২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুর সীমান্তে মানুষ-হাতি মুখোমুখি

তপু সরকার হারুন: [২] পাহাড়ী ঢাল ও সমতলে ফসল নেই, হাতির নজর এখন পাকা আম কাঠালের দিকে। ফলে শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের পাহাড়গুলিতে আম, কাঁঠাল খাওয়ার নেশায় মত্ত হয়ে গত দুই মাস যাবৎ নালিতাবাড়ী সীমান্তের ৩টি ইউনিয়ন রামচন্দ্রকুড়া, নয়াবিল ও পোড়াগাঁও ইউনিয়নের ২০টি পাহাড়ী গ্রামে প্রায় প্রতিরাতেই হামলা চালাচ্ছে।

[৩] এলাকাবাসী জানায়, ক্ষুধার তাড়নায় ফসল ও ফলের গাছ তো আছেই অনেক সময় রাত বিরাতে পাহাড়ী বাড়ী ঘরেও ঢুকে পড়ছে বন্য হাতির দল। এমতাবস্থায় পাহাড়ী মানুষজন আতঙ্কিত অবস্থায় দিনানীপাত করছে। সাম্প্রতিক সময়ে পোড়াগাঁওয়ের বারমারী মিশন ও পানিহাটা মিশনে গত রোববার (২০ জুন) রাতে বন্য হাতির দল আক্রমণ করেছে।

[৪] মিশনের উত্তর ও পূর্ব দিক দিয়ে সীমানার খুঁটি উপড়িয়ে কাঁটাতার ধূমড়ে মুচরে পা দিয়ে পিষিয়ে পিছনের গেইট ভেঙে বাচ্চাসহ বন্য হাতির একটি দল মিশনের ভিতর প্রবেশ করে গাছপালা ভেঙে ফেলে।
এই বন্য হাতির আক্রমনে ২০ বছরের অধিক সময়ে ৫০ জনের মতো মানুষ হাতির পৃষ্ঠে মারা গেছে। দিন রাত হাতি আতঙ্কে রয়েছেন পাহাড়ি গ্রামবাসী।

[৫] মধুটিলা ফরেস্ট রেঞ্জের রেঞ্জার মোঃ আঃ করিম বলেন, এই বন্যহাতি গুলি আমাদের দেশের নয়। এরা ভারত হতে এসেছে। আমরা জানতে পেরেছি সাম্প্রতিক সময়ে পাহাড়ী গ্রামগুলিতে বন্যহাতির দল প্রায় প্রতি রাতেই আক্রমণ করছে। তবে বন্য হাতি এই পর্যটন এড়িয়া মধুটিলা ইকো পার্কে আসে না।

সম্পাদনা: মারুফ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়