শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৮:২১ রাত
আপডেট : ২১ জুন, ২০২১, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন সমঝােতা চুক্তি স্বাক্ষর : এস,এ, গ্রুপের ২৫০০ কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাবে এবি ব্যাংকের মাধ্যমে

রিয়াজুর রহমান রিয়াজ : [২] ৩৩ বছরের সুনামধন্য শিল্পপ্রতিষ্ঠান এস.এ.গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সাথে এবি ব্যাংকেরর নতুন সমঝােতা চুক্তি স্বাক্ষরিত হয়। এখন থেকে এস,এ, গ্রুপের ২৫০০ কর্মকর্তা-কর্মচারীর বেতন দেওয়া হবে এ ব্যাংক হতে।

[৩] সোমবার (২১ জুন) দুপুরে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু’র একটি হলে এ নিয়ে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়।

[৪] এই সমঝােতা চুক্তির স্বাক্ষরের ভিত্তিতে এস , এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের দেশব্যাপী কালেকশন এবি ব্যাংকের সকল শাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে সংগ্রহীত হবে ।

[৫] এছাড়া এস, এ, গ্রুপের সকলেই এবি ব্যাংকের ক্রেডিট কার্ড সুবিধা উপভােগ করতে পারবেন ।

[৬] এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবং এস , এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মােঃ শাহাবুদ্দিন আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন ।

[৭] এসময় এসএ গ্রুপের চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আলম বলেন, চার দশক ধরে এবি ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। তাদের সঙ্গে চুক্তির ফলে আমাদের নতুন যাত্রার সূচনা হয়েছে। এছাড়া সরকারের আন্তরিকতায় সম্প্রতি ৬টি ইন্ডাস্ট্রিজে বন্ধ থাকা গ্যাস সংযোগ আমরা পেয়েছি। এসব প্রতিষ্ঠান চালু হলে আরও প্রায় ১০ হাজার লোক আমার প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবে। সবার সহযোগিতায় পেলে আমরা আবারো দেশের প্রথম সারির শিল্প গ্রুপের তালিকায় স্থান পাবো।

[৮] এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল বলেন, এসএ গ্রুপের আড়াই কর্মকর্তা-কর্মচারীর বেতন এখন থেকে এবি ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে। এছাড়া প্রতিষ্ঠানটির সকলে ব্যাংকের ক্রেডিট কার্ডসহ ব্যাংকের যাবতীয় সুবিধা উপভোগ করতে পারবেন।

[৯] উল্লেখ্য , বিগত প্রায় ৩৩ বছর ধরে এস এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দু'টি জনপ্রিয় ব্র্যান্ড গােয়ালিনী ও মুসকান নামক ৮ টি মাষ্টার প্রােডাক্ট নিয়ে দেশের শিল্পখাতের বিভিন্ন সেক্টরে , যেমনঃ ভােজ্যতেল রিফাইনারি ( ঢাকা ও চট্রগ্রাম ) , কন্ডেন্সড মিল্ক , দুগ্ধজাত পণ্য , চা পাতা , আটা , ময়দা , সুজি , লবণ , পানি , কাগজ শিল্প ও কাগজজাত পণ্য ইত্যাদি সহ সর্বমােট ১৭ টি শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের ভােগ্যপণ্য ও শিল্পে অসামান্য অবদান রেখে চলেছে। এছাড়া দেশের প্রথম বেসরকারী ব্যাংক হিসেবে এবি ব্যাংক চার দশক ধরে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে চলেছে ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়