শিরোনাম
◈ অ‌ক্টোব‌রে বিপিএলের ড্রাফট, নতুন করে চার ভেন্যুর অডিট হবে  ◈ ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য! ◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় পর্যটন এলাকায় ব্যবসায়ীদের ধস

আশরাফুল নয়ন:[২] করোনায় ধস নেমেছে পর্যটন এলাকার ব্যবসায়ীদের। পর্যটক না আসায় ব্যবসায় মন্দা ভাব বিরাজ করছে। অনেকের দোকানে মালামাল নষ্ট হয়ে গেছে। অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে। আবার অনেক ব্যবসায়ী ঋণ করে টাকা নিয়ে পরিশোধ করতে পারছে না। ব্যবসায়ীরা প্রহর গুনছে করোনা থেকে কবে নাগাদ স্বাভাবিক হবে জীবন যাপন। পর্যটন এলাকা আবার কবে প্রাণচাঞ্চল্য হয়ে উঠবে।

[৩] জানাগেছে, জেলায় পর্যটন এলাকা হিসেবে পরিচিত মান্দার ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদ, বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধ বিহার ও জাদুঘর, হলুদ বিহার, ধামইরহাটের শালবন ও আলতাদীঘি, পত্নীতলার দেবর দীঘি, আত্রাইয়ের রবীন্দ্র কাচারী বাড়ি, সদরের গুটারবিল ও সাপাহারের জবইবিল।

[৪] বছরের দুই ঈদ ছাড়াও এসব পর্যটন এলাকায় প্রতিদিন দর্শনার্থীদের আনাগোনায় মুখরীত থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব এলাকায় বেড়তো আসতো দর্শনার্থীরা। পর্যটকদের আনাগোনাকে কেন্দ্র করে জন্য এসব এলাকায় গড়ে উঠেছে দোকানপাট। অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। স্বাচ্ছন্দ্যে তাদের দিন চলে যেতো। যা থেকে চলে অনেকের জীবন জীবিকা।

[৫] গত বছরের মার্চ মাস থেকে দেশে করোনা ভাইরাসের প্রাদুভার্ব শুরু হয়। এরপর থেকে পর্যটন এলাকাগুলো বন্ধ ঘোষনা করে সরকার। মাঝখানে কিছু দিনের জন্য পর্যটন এলাকাগুলো চালু করা হয়। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে আবারও পর্যটন এলাকাগুলো বন্ধ ঘোষনা করা হয়। পর্যটন এলাকায় পর্যটকরা না আসায় সেখানকার ব্যবসাতে মন্দা ভাব বিরাজ করছে। পর্যটকের অভাবে অনেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে আবার অনেক হোটেল বন্ধ হয়ে গেছে। হাতে গোনা কয়েকটি দোকান চালু রয়েছে। তারপরও বেচাকেনা শূন্যে কোঠায়।

[৬] ধামইরহাটের আলতাদীঘির পাড়ে দোকানী ফাতেমা বেগম বলেন, করোনা কারণে দর্শনার্থীরা আর আসেনা। দিনে হাতে গোনা কয়েকজন আসে। আগে দিনে ১০-১৫ হাজার টাকা বিক্রি হতো। আর এখন দিনে ৩০০-৫০০ টাকার মতো বিক্রি হচ্ছে। বেসরকারি সংস্থা থেকে ঋণ নেওয়া হয়েছে। কিস্তির টাকা ঠিকমতো দিতে পারছি না। এ নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। করোনার আগে পাশে একজন খাবারের হোটেলের দোকান দিয়েছিল। তারপর করোান শুরু হলে পর্যটকদের অভাবে দোকানটাই বন্ধ হয়ে গেছে।

[৭] আলতাদীঘির পাড়ে আরেক দোকানী বুলবুল আক্তার বলেন, আগে বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসতো। করোনার কারণে পর্যটকদের আসা বন্ধ হয়ে গেছে। আগে দিনে ৮-১০ হাজার টাকা বিক্রি হতো। সেখানে এখন ৫০০-৭০০ টাকা বিক্রি হয়। অনেক সময় পুলিশ এসে দোকান বন্ধ করে দেয়। পরিবারের ৫জন সদস্য এ দোকানের আয় থেকে জীবন জীবিকা চলতো। কিস্তি দিতে হয়। এখন দিন পথ চলা কষ্টকর হয়ে উঠেছে। কবে আমাদের জীবন স্বাভাবিক হবে এক আল্লাহ ভাল জানেন। আমরা

[৮] বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধ বিহারের গেটের পাশে মিশু কনফেকশনারীর দোকানী আসাদুজ্জামান হিট বলেন, করোনায় আমাদের দোকানদারদের অবস্থা শোচনীয়। করোনার কারণে পর্যটকরা আসতে পারেনা। পর্যটকরা আসলে আমাদের বেচাকেনা হয়ে থাকে। প্রতিদিন প্রায় ৮-১০ হাজার টাকার মতো বিক্রি হতে।

[৯] দোকান খুললেই সর্বনিম্ন ৪ হাজার টাকার মতো বিক্রি হতো। প্রায় দেড় বছর থেকে দোকান বন্ধ। দোকানে প্রায় ২ লাখ টাকার মতো মালামাল আটকে আছে। দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় ধুলোবালি পড়েছে। এছাড়া প্রায় ২০ হাজার টাকার মতো মালামাল নষ্ট হয়ে গেছে। আমার মতো ২২ টি দোকানের একই অবস্থা। গত বছর করোনার প্রনোদনা দিবে বলে স্থানীয় মেম্বার নাম ও ঠিকানা লিখে নিয়ে গেছে। কিন্তু তারপর আর কোন খোঁজখবর নাই।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়