শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০২:৫৮ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় করোনায় ৫জনের মৃত্যু, শনাক্ত ৮৪

বগুড়া প্রতিনিধিঃ [২] বগুড়ায় মরণঘাতী ভাইরাস করোনায় মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় দুই নারীসহ ৫জনের মৃত্যু হয়েছে।

[৩] নিহতরা হলো বগুড়া সদরের আলহাজ্ব মান্নান (৭০), নওগাঁর রানীনগর এলাকার কোহিনুর (৪০), আত্রাই এলাকার শেখ তারেক (৬১) মান্দা এলাকার আসাদুল হক (৬৫), জয়পুরহাটের কালাই এলাকার জাহেদা বিবি (৪০), এদের মধ্যে মান্নান ও কোহিনুর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে, জাহেদা মোহাম্মদ আলী হাসপাতালে এবং তারেক ও আসাদুল টিএমএসএস মেডিকলে কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত ৬দিনে মৃত্যু হয়েছে ২১জনের।

[৪] এছাড়াও গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারী পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২১৯ নমুনার ফলাফল এসেছে এরমধ্যে ৮৪টি পজিটিভ। নতুন আক্রান্ত ৮৪জনের মধ্যে সদরে ৮০জন, আদমদীঘিতে ২জন, শিবগঞ্জে ১জন। সোনাতলায় একজন। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্তের হার ৩৮ দশমিক ৩৫শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছে ২৯ জন।

[৫] বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৯৫টি নমুনার মধ্যে ৭৭টি পজিটিভ। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ২৪নমুনার মধ্যে ৭টি পজিটিভ এসেছে। এ নিয়ে অত্র জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৯৫৬জন এবং সুস্থ হয়েছে ১২ হাজার ২১১জন। নতুন করে ৫জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩৫০জন। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩৯৫জন।

[৬] ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান তুহিন এ প্রতিবেদক-কে বলেন, নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়ীতে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা চলছে। যদি কারও অবস্থা জটিল হয় তাহলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়