ডেস্ক রিপোর্ট: লিও ক্লাব অব চিটাগং মেজিস্টিক সিটির সেবাবর্ষ ২০২১-২০২২ এর নতুন কমিটি গঠন হয়েছে।
১৯ জুন রাতে এক ভার্চুয়াল কনফারেন্স লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫- বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগং মেজিস্টিক সিটির স্পন্সরকৃত সামাজিক সেবামূলক এ সংগঠনটির আগামী সেবাবর্ষের কমিটি গঠন করা হয়।
কনফারেন্স থেকে নতুন কমিটির ঘোষণা করেন ক্লাব এডভাইজার লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন।
কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে লিও জাওয়াদুল করিম, ভাইস প্রেসিডেন্ট হিসেবে লিও সাজিদ সেক্রেটারী হিসেবে লিও রুবেল, এবং ট্রেজেরার হিসেবে লিও হোসাইন কে মনোনীত করা হয়।
কনফারেন্সে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কো এডভাইজার লায়ন রিদুয়ানুল হক চৌধুরী, লিও ক্লাব ডিরেক্টর লিও ইমরান হোসাইন, আইপিপি লিও এইচ এম জিহাদ, ক্লাব প্রেসিডেন্ট লিও আবদুল রায়হান প্রমুখ।