শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ১০:৩৩ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্ড ফ্লু টিকা আবিষ্কারক অধ্যাপক আলিমুল ইসলাম এবার আবিষ্কার করলেন মাছের ভ্যাকসিন

আব্দুল্লাহ মামুন: [২] বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক আলিমুল ইসলাম বলেন, বর্তমানে মাছের ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে মাছের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, এখন মাঠ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষাও শেষ পর্যায়ে রয়েছে। মাছের বিভিন্ন রোগের কোনো ভ্যাকসিন বর্তমানে নেই, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। বাংলাদেশে মাছের জন্য প্রথম এই ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে।

[৩] তিনি আরও বলেন, বার্ড ফ্লু ভাইরাসের টিকা আবিষ্কার বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে হয়নি। এই টিকা এফএনএফ কোম্পানিতে আবিষ্কার করা হয়েছে। এই কোম্পানীর নিজেস্ব তহবিল এবং গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) দিয়ে বার্ড ফ্লু টিকা আবিষ্কার করা হয়। এই কোম্পানিতে প্রি-স্যাম্পল থেকে ভাইরাস আইসোলেশন, ক্যারেক্টারাইজেশন, ডেভলপমেন্টসহ সবকিছু তারা করেছেন। আমি পরামর্শ দিয়েছি, তবে সম্পূর্ণ উদ্যোগ এফএনএফ কোম্পানির।

[৪] তিনি এই কোম্পানির উপদেষ্টা হিসেবে আছেন বলে জানান। তার তত্ত¡াবধানে তিনজন শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় পিএইচডি করছেন।

[৫] আলিমুল ইসলাম বলেন, বার্ড ফ্লু টিকা বিভিন্ন প্রতিষ্ঠান বিক্রি করে। বর্তমান বাজারে টিকা আমদানী করা হয় ৮ থেকে ৮.৫ টাকা দামে। তবে স্থানীয় ভাবে টিকা উদ্ভাবনের সুফল যেনো কৃষকরা পায় সে বিষয়ও পরামর্শ দিয়েছেন এফএনএফ কোম্পানীকে। দেশের কৃষকদের কাছে সুলভ মূল্যে টিকা সরবরাহের প্রস্তাব রাখেন তিনি। সম্পাদনা: মেহেদী হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়