আব্দুল্লাহ মামুন: [২] বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক আলিমুল ইসলাম বলেন, বর্তমানে মাছের ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে মাছের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, এখন মাঠ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষাও শেষ পর্যায়ে রয়েছে। মাছের বিভিন্ন রোগের কোনো ভ্যাকসিন বর্তমানে নেই, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। বাংলাদেশে মাছের জন্য প্রথম এই ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে।
[৩] তিনি আরও বলেন, বার্ড ফ্লু ভাইরাসের টিকা আবিষ্কার বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে হয়নি। এই টিকা এফএনএফ কোম্পানিতে আবিষ্কার করা হয়েছে। এই কোম্পানীর নিজেস্ব তহবিল এবং গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) দিয়ে বার্ড ফ্লু টিকা আবিষ্কার করা হয়। এই কোম্পানিতে প্রি-স্যাম্পল থেকে ভাইরাস আইসোলেশন, ক্যারেক্টারাইজেশন, ডেভলপমেন্টসহ সবকিছু তারা করেছেন। আমি পরামর্শ দিয়েছি, তবে সম্পূর্ণ উদ্যোগ এফএনএফ কোম্পানির।
[৪] তিনি এই কোম্পানির উপদেষ্টা হিসেবে আছেন বলে জানান। তার তত্ত¡াবধানে তিনজন শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় পিএইচডি করছেন।
[৫] আলিমুল ইসলাম বলেন, বার্ড ফ্লু টিকা বিভিন্ন প্রতিষ্ঠান বিক্রি করে। বর্তমান বাজারে টিকা আমদানী করা হয় ৮ থেকে ৮.৫ টাকা দামে। তবে স্থানীয় ভাবে টিকা উদ্ভাবনের সুফল যেনো কৃষকরা পায় সে বিষয়ও পরামর্শ দিয়েছেন এফএনএফ কোম্পানীকে। দেশের কৃষকদের কাছে সুলভ মূল্যে টিকা সরবরাহের প্রস্তাব রাখেন তিনি। সম্পাদনা: মেহেদী হাসান