শিরোনাম
◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ১০:৩৩ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্ড ফ্লু টিকা আবিষ্কারক অধ্যাপক আলিমুল ইসলাম এবার আবিষ্কার করলেন মাছের ভ্যাকসিন

আব্দুল্লাহ মামুন: [২] বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক আলিমুল ইসলাম বলেন, বর্তমানে মাছের ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে মাছের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, এখন মাঠ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষাও শেষ পর্যায়ে রয়েছে। মাছের বিভিন্ন রোগের কোনো ভ্যাকসিন বর্তমানে নেই, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। বাংলাদেশে মাছের জন্য প্রথম এই ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে।

[৩] তিনি আরও বলেন, বার্ড ফ্লু ভাইরাসের টিকা আবিষ্কার বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে হয়নি। এই টিকা এফএনএফ কোম্পানিতে আবিষ্কার করা হয়েছে। এই কোম্পানীর নিজেস্ব তহবিল এবং গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) দিয়ে বার্ড ফ্লু টিকা আবিষ্কার করা হয়। এই কোম্পানিতে প্রি-স্যাম্পল থেকে ভাইরাস আইসোলেশন, ক্যারেক্টারাইজেশন, ডেভলপমেন্টসহ সবকিছু তারা করেছেন। আমি পরামর্শ দিয়েছি, তবে সম্পূর্ণ উদ্যোগ এফএনএফ কোম্পানির।

[৪] তিনি এই কোম্পানির উপদেষ্টা হিসেবে আছেন বলে জানান। তার তত্ত¡াবধানে তিনজন শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় পিএইচডি করছেন।

[৫] আলিমুল ইসলাম বলেন, বার্ড ফ্লু টিকা বিভিন্ন প্রতিষ্ঠান বিক্রি করে। বর্তমান বাজারে টিকা আমদানী করা হয় ৮ থেকে ৮.৫ টাকা দামে। তবে স্থানীয় ভাবে টিকা উদ্ভাবনের সুফল যেনো কৃষকরা পায় সে বিষয়ও পরামর্শ দিয়েছেন এফএনএফ কোম্পানীকে। দেশের কৃষকদের কাছে সুলভ মূল্যে টিকা সরবরাহের প্রস্তাব রাখেন তিনি। সম্পাদনা: মেহেদী হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়