শিরোনাম
◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ১০:৩৩ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্ড ফ্লু টিকা আবিষ্কারক অধ্যাপক আলিমুল ইসলাম এবার আবিষ্কার করলেন মাছের ভ্যাকসিন

আব্দুল্লাহ মামুন: [২] বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক আলিমুল ইসলাম বলেন, বর্তমানে মাছের ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে মাছের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, এখন মাঠ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষাও শেষ পর্যায়ে রয়েছে। মাছের বিভিন্ন রোগের কোনো ভ্যাকসিন বর্তমানে নেই, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। বাংলাদেশে মাছের জন্য প্রথম এই ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে।

[৩] তিনি আরও বলেন, বার্ড ফ্লু ভাইরাসের টিকা আবিষ্কার বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে হয়নি। এই টিকা এফএনএফ কোম্পানিতে আবিষ্কার করা হয়েছে। এই কোম্পানীর নিজেস্ব তহবিল এবং গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) দিয়ে বার্ড ফ্লু টিকা আবিষ্কার করা হয়। এই কোম্পানিতে প্রি-স্যাম্পল থেকে ভাইরাস আইসোলেশন, ক্যারেক্টারাইজেশন, ডেভলপমেন্টসহ সবকিছু তারা করেছেন। আমি পরামর্শ দিয়েছি, তবে সম্পূর্ণ উদ্যোগ এফএনএফ কোম্পানির।

[৪] তিনি এই কোম্পানির উপদেষ্টা হিসেবে আছেন বলে জানান। তার তত্ত¡াবধানে তিনজন শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় পিএইচডি করছেন।

[৫] আলিমুল ইসলাম বলেন, বার্ড ফ্লু টিকা বিভিন্ন প্রতিষ্ঠান বিক্রি করে। বর্তমান বাজারে টিকা আমদানী করা হয় ৮ থেকে ৮.৫ টাকা দামে। তবে স্থানীয় ভাবে টিকা উদ্ভাবনের সুফল যেনো কৃষকরা পায় সে বিষয়ও পরামর্শ দিয়েছেন এফএনএফ কোম্পানীকে। দেশের কৃষকদের কাছে সুলভ মূল্যে টিকা সরবরাহের প্রস্তাব রাখেন তিনি। সম্পাদনা: মেহেদী হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়