শিরোনাম

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০২:১৫ রাত
আপডেট : ২১ জুন, ২০২১, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আঞ্চলিক স্থিতিশিলতা রক্ষায় আফগান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন জো বাইডেন

রাকিবুল রিফাত:[২] গত রবিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, আগামী ২৫ জুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও দেশটির জাতীয় পুর্ণগঠন হাইকমিশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আব্দুল্লার সঙ্গে হোয়াইট হাউসে দেখা করবেন। আল আরাবিয়া

[৩] হোয়াইট হাউস সূত্রে জানা যায়, সাক্ষাৎতে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের পর সরকার বাহিনীর উপর তালেবানের হামলা বেড়ে যাওয়ার বিষয়ে আলোচনা করবেন বাইডেন।

[৪] প্রথমবারের মতো এ বৈঠকের আলোচনায় আফগানিস্তানের কূটনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে নিন্ধান্ত হবে বলে জানা যায়।

[৫] জো বাইডেন বৈঠক সর্ম্পকে জানান, আফগানিস্তান যেন সন্ত্রাসী সংঘঠনদের নিরাপদ আশ্রয়স্থল না হয় সে ব্যাপারে আমরা তাদের সাথে কথা বলব। এর আগে জো বাইডেন ক্ষমতায় আসার পর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র যার মাধ্যমে ২০ বছরের যুদ্ধের অবসান ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়