শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৯:৫৯ রাত
আপডেট : ২০ জুন, ২০২১, ০৯:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা হওয়ার পরে টিকাগ্রহীতাদের দ্বিতীয় ডোজ না নিলেও সমস্যা নেই: বিএসএমএমইউ উপাচার্য

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজের টিকা না নিলেও ‘সমস্যা নেই’। কারণ, তাদের শরীরে এক ডোজ টিকাতেই ‘যথেষ্ট পরিমাণে’ অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। তাই তাদের দ্বিতীয় ডোজ টিকা না নিলেও চলে।

[২] যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নিয়েছেন, দ্বিতীয় ডোজ হিসেবে তাদের অন্য কোনো কোম্পানির টিকা দেওয়া যায় কি না, তা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা আসা বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প উৎস থেকে টিকা আনার চেষ্টা করছে সরকার।

[৩] রোববার বিএসএমএমইউয়ে নিজ কার্যালয়ে উপাচার্য শারফুদ্দিন আহমেদ এসব কথা বলেন। সঠিকভাবে মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব মেনে চলাসহ স্বাস্থ্যবিধি মানার মাধ্যমেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।

[৪] এদিকে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, এই হাসপাতালে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৯৭ হাজার ১২১ জন। এর মধ্যে ২৩ মে পর্যন্ত করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪২ হাজার ৫৬৫ জন। আর গত ২৫ এপ্রিল পর্যন্ত করোনার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫৬৪ জন।

[৫] বিএসএমএমইউয়ের বেতার ভবনের পিসিআর ল্যাবে রোববার পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ২৯৬ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে আজ পর্যন্ত এই ক্লিনিকে ৯৬ হাজার ৪৪৮ জন চিকিৎসাসেবা নিয়েছেন।

[৬] একই হাসপাতালের করোনা ইউনিটে রোববার সকাল আটটা পর্যন্ত ৮ হাজার ৭৪৮ জন রোগী সেবা নিয়েছেন। এর মধ্যে ভর্তি হয়েছেন ৪ হাজার ৯১৪ জন। আর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ১৮৯ জন। বর্তমানে ৫৭ জন রোগী ভর্তি আছেন এবং আইসিইউতে ৬ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়