রাশিদুল ইসলাম : [২] শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতিসম্পন্ন ‘হাইপারসনিক মিসাইল’ পরীক্ষা আর কোনো প্রাণির প্রাণঘাতির কারণ হয়ে উঠতে পারে কী না সে সম্পর্কে বিশদ কিছু বলতে পারেনি মার্কিন বিমান বাহিনী। আরটি
[৩] এর আগে ব্যর্থ হবার পর বহুপ্রতিক্ষীত দি এয়ার-লাঞ্চড র্যাপিড রেসপন্স উইপন (এআরআরডব্লিউ) টেস্ট আগামী মাসে হচ্ছে। মার্কিন গ্লোবাল স্ট্রাইক কমান্ড জেনারেল টিমোথি এম রে চলতি মাস জুনের প্রথম সপ্তাহে এ কথা বলেন।
[৪] এধরনের পরীক্ষায় শুধু যে করদাতা মার্কিন করদাতাদের অর্থ খরচ হবে তা নয়, রিপাবলিক অব দি মার্শাল আইল্যান্ডের কোয়াজালিন এ্যাটলের সামুদ্রিক জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে।
[৫] এ্যাটলে অনেক বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণির বাস হলেও ইউএস এয়ার ফোর্স নিউক্লিয়ার উইপন্স সেন্টার এক পরিবেশ সমীক্ষার পর বলছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বড় জোর গোটা চারেক সামুক ও ৯০টি ঝিনুক ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি জলে বা স্থলে যে কোনো স্থানে ঘটতে পারে।
[৬] তবে সমীক্ষা বলছে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় অন্যান্য প্রজাতি সম্ভবত আরও কঠোরভাবে প্রভাবিত হবে। কোয়াজালিন অ্যাটলে ১০ হাজারের বেশি প্রবাল উপনিবেশের ‘সম্পূর্ণ মৃত্যু’ হতে পারে, বিপন্ন মাছের প্রজাতি মারা যেতে পারে যাদের মধ্যে ‘হ্যাম্পহেড র্যাশ’ অন্যতম।