আখিরুজ্জামান সোহান: পর্তুগাল-জার্মানির মতো জমলোনা স্পেন- পোল্যান্ডের মাঠের লড়াই। খেলার শুরুতে ২৫ মিনিটে মোরাটার গোলে স্পেনের শুভসূচনা সত্বেও এরপর খুব একটা সুবিধা করতে পারেনি দলটি। তবে পরিসংখ্যানের হিসেবে সবদিক দিয়েই এগিয়ে ছিলো স্পেন।
কিন্তু খেলার ৫৪ মিনিটে পোল্যান্ডের লিওনাডস্কির গোলে সমতা ফেরে ম্যাচে। এরপর অনেকবার পোল্যান্ডের গোলে আঘাত হানলেও আলোর মুখ দেখেনি স্পেন। শেষ পর্যন্ত ১-১ গোলেই সন্তুষ্ট থাকতে হলো পয়েন্ট তালিকায় ৩য় তে থাকা দলটিকে।