শিরোনাম
◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ১২:১০ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বদলে যাচ্ছে পরীমণির চারপাশ

ইমরুল শাহেদ: মাত্র কিছুদিন আগেও যারা পরীমণিকে ঘিরে ছিলেন এখন তারা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। ঢাকা বোট ক্লাব ঘটনার পর চিত্রাঙ্গনের যারা এতোদিন তার সুখ-দু:খের সঙ্গী ছিলেন, তাদের কাউকে এখন আর দেখা যাচ্ছে না। এখন সার্বক্ষণিক সঙ্গী হয়ে উঠেছেন চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী। পরীমণি তাকে ‘মম’ বলে ডাকে। চয়নিকার ‘বিশ্বসুন্দরী’ ছবিতে কাজ করেছেন পরীমণি। এরপর তার একটি ওয়েব সিরিজে কাজ করার কথা রয়েছে।

চলচ্চিত্রশিল্পের কয়েকটি সংগঠন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করলেও যেহেতু মামলাটি তদন্তাধীন সেহেতু কেউ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে নারাজ। পরীমণি ইতোমধ্যে সকলকে তার পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। পূর্বাহ্নে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘চারদিক থেকে এত চাপ। আমি সত্যিই এখন অনেক টায়ার্ড। আমাকে দোষারোপ করা হচ্ছে নানা দিক থেকে। যেটা আসলে ভিত্তিহীন। সত্যি তো সত্যিই।’ সবাই সেটাই চায় যে, সত্য উদ্ভাসিত হয়ে উঠুক। সকলে সুষ্ঠু বিচারই চান। কিন্তু পরীমণিকে চিত্রাঙ্গনের এখনকার প্রশ্ন ভিন্ন। প্রশ্ন উঠেছে তার ক্যারিয়ার নিয়ে। তিনি কি ক্যারিয়ারের ক্ষেত্রে দুর্ভাগ্যের শিকার হতে যাচ্ছেন? এই নিয়ে চিত্রাঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা।

একজন নির্মাতা বলেছেন, তাকে হয়তো নায়িকা বনশ্রীর ভাগ্যই বরণ করতে হতে পারে। তবে পরীমণি বনশ্রীর চাইতে অনেক ভালো অভিনেত্রী। নাচেও ভালো। নায়িকা বনশ্রীর জন্য প্রযোজক ফারুক ঠাকুর গুলশানে একটি ফৌজদারি ঘটনা ঘটিয়ে আজো আড়ালে রয়েছেন। সেই ঘটনার পর বনশ্রীকে নিয়ে আর কোনো নির্মাতাই চলচ্চিত্র নির্মাণ করেননি। শেষ পর্যন্ত তাকে বাল্যশিক্ষা বই, ফুল বিক্রয় করে জীবিকা নির্বাহ করতে হয়। পরে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তায় তিনি কোনো রকমে বেঁচে আছেন। পরীমণি ২০১৩ সালে ‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। এরপর গত ৮ বছরে অভিনয় করেছেন প্রায় ২৪টি ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে ৬ ছবি। তার অভিনীত মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে মাত্র একটি ছবি - বিশ্বসুন্দরী কিছুটা ব্যবসা সফল হয়েছে। ব্যবসা সফল অনেক ছবি দিতে না পারলেও পরীমণি প্রথম সারির একজন নায়িকা। নির্মাতাদের কাছে তার একটা চাহিদাও আছে। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে তার প্রতি একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে নির্মাতাদের মধ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়