শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ১২:১০ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বদলে যাচ্ছে পরীমণির চারপাশ

ইমরুল শাহেদ: মাত্র কিছুদিন আগেও যারা পরীমণিকে ঘিরে ছিলেন এখন তারা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। ঢাকা বোট ক্লাব ঘটনার পর চিত্রাঙ্গনের যারা এতোদিন তার সুখ-দু:খের সঙ্গী ছিলেন, তাদের কাউকে এখন আর দেখা যাচ্ছে না। এখন সার্বক্ষণিক সঙ্গী হয়ে উঠেছেন চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী। পরীমণি তাকে ‘মম’ বলে ডাকে। চয়নিকার ‘বিশ্বসুন্দরী’ ছবিতে কাজ করেছেন পরীমণি। এরপর তার একটি ওয়েব সিরিজে কাজ করার কথা রয়েছে।

চলচ্চিত্রশিল্পের কয়েকটি সংগঠন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করলেও যেহেতু মামলাটি তদন্তাধীন সেহেতু কেউ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে নারাজ। পরীমণি ইতোমধ্যে সকলকে তার পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। পূর্বাহ্নে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘চারদিক থেকে এত চাপ। আমি সত্যিই এখন অনেক টায়ার্ড। আমাকে দোষারোপ করা হচ্ছে নানা দিক থেকে। যেটা আসলে ভিত্তিহীন। সত্যি তো সত্যিই।’ সবাই সেটাই চায় যে, সত্য উদ্ভাসিত হয়ে উঠুক। সকলে সুষ্ঠু বিচারই চান। কিন্তু পরীমণিকে চিত্রাঙ্গনের এখনকার প্রশ্ন ভিন্ন। প্রশ্ন উঠেছে তার ক্যারিয়ার নিয়ে। তিনি কি ক্যারিয়ারের ক্ষেত্রে দুর্ভাগ্যের শিকার হতে যাচ্ছেন? এই নিয়ে চিত্রাঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা।

একজন নির্মাতা বলেছেন, তাকে হয়তো নায়িকা বনশ্রীর ভাগ্যই বরণ করতে হতে পারে। তবে পরীমণি বনশ্রীর চাইতে অনেক ভালো অভিনেত্রী। নাচেও ভালো। নায়িকা বনশ্রীর জন্য প্রযোজক ফারুক ঠাকুর গুলশানে একটি ফৌজদারি ঘটনা ঘটিয়ে আজো আড়ালে রয়েছেন। সেই ঘটনার পর বনশ্রীকে নিয়ে আর কোনো নির্মাতাই চলচ্চিত্র নির্মাণ করেননি। শেষ পর্যন্ত তাকে বাল্যশিক্ষা বই, ফুল বিক্রয় করে জীবিকা নির্বাহ করতে হয়। পরে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তায় তিনি কোনো রকমে বেঁচে আছেন। পরীমণি ২০১৩ সালে ‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। এরপর গত ৮ বছরে অভিনয় করেছেন প্রায় ২৪টি ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে ৬ ছবি। তার অভিনীত মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে মাত্র একটি ছবি - বিশ্বসুন্দরী কিছুটা ব্যবসা সফল হয়েছে। ব্যবসা সফল অনেক ছবি দিতে না পারলেও পরীমণি প্রথম সারির একজন নায়িকা। নির্মাতাদের কাছে তার একটা চাহিদাও আছে। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে তার প্রতি একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে নির্মাতাদের মধ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়