অনন্যা আফরিন: [২] বগুড়ার শিবগঞ্জে অসুস্থ নাতিকে হাসপাতালে নেয়ার পথে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার বগুড়া- রংপুর মহাসড়কের মহাস্থানের হাতীবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
[৩] দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন- বগুড়া সদর উপজেলার বারোপুর মধ্যপাড়া গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে আশরাফ আলী (৫০), তার স্ত্রী পারুল বেগম (৪২) এবং তাদের নাতি রাশেদুল ইসলামের ছেলে রেজওয়ান।
[৪] পুলিশ জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের হাতীবান্ধায় রংপুরগামী আহসান পরিবহনের একটি বাসের সঙ্গে বগুড়াগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশা যাত্রী আশরাফ ও পারুল নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান নাতি রেজওয়ানও। আজ সকালে গ্রামের বাড়ি থেকে অসুস্থ নাতি রেজওয়ানকে হাসপাতালে নেয়ার পথে ঐ সিএনজি অটোরিকশায় করে বগুড়া যাচ্ছিলেন তারা।
[৫] এঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মানবজমিন,বাংলাদেশ জার্নাল