বাবুল আক্তার : [২] যশোরের চৌগাছা পৌর এলাকায় চলছে কঠোর বিধি নিষেধের প্রথম দিন।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধের নির্দেশনা না মানায় প্রথম দিনে তিন ব্যবসায়ীকে ১২ হাজার ৫’শ টাকা জরিমানা করে আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
[৩] শহরে বিধিনিষেধের প্রথম দিন গতকাল শুক্রবার দুপুরে অভিযান চালানো হয়।
[৪] এসময় হাসান বস্ত্রালয়ের ভিতরে ক্রেতা রেখে দোকানের সার্টার টেনে পণ্য বিক্রি করার অপরাধে ১ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়। শহরের ব্রীজ ঘাট এলাকায় রাস্তা দখল করে পণ্য রাখার অপরাধে হাফিজুর ও অমল স্টোরকে (মুদি দোকান) ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
[৫] ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক। এসময় চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
[৬] সকালে ওসি সাইফুল ইসলাম সবুজ নিজে মাইকিংক করে সকল দোকনী ও জনসাধারণকে বাজারে ভিড় না করার জন্য সতর্ক করেন।
[৭] অভিযান চলাকালে সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়েও প্রচারণা চালানো হয়।