রাকিবুল রিফাত: [২] বিশ্বব্যাপী সংঘাত, নিপীড়ন ও মানবধিকার লঙ্ঘনে বাধ্য হয়ে শরণার্থীর সংখ্যা গত দশকের চেয়ে এ বছরের শেষের দিকে তা বেড়ে দ্বিগুণ হবে। যা ৮ কোটি ২৪ লাখের বেশি হবে বলে শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘ জানায়। আল আরাবিয়া
[৩] রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফ্লিপো গ্রান্ডি বলেন মহামারীর এবছরেও আরো তিন লাখ মানুষ বাধ্য হয়ে বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুত হওয়া মোট সংখ্যার ৭০ শতাংশ শুধুমাত্র ৫ টি দেশ থেকে।
[৫] সিরিয়া, ভেনেজুয়েলা, আফগানিস্তান, দক্ষিণ সুদান ও মিয়ানমার থেকে সবচেয়ে বেশি নাগরিক বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বার্ষিক সভায় জানানো হয়।
[৫] শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফ্লিপো গ্রান্ডি আরো বলেন উন্নত জীবন যাপনের আশায় বিভিন্ন দেশে অভিবাসীদের ঢল অব্যাহত আছে। বিশ্বব্যাপী মোট অভিবাসীদের ৪২ শতাংশ শিশু। সম্পাদনা : রাশিদ