শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সান্তাহারে রেলওয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদন্ড ও দোকানে সিলগালা

মমতাজুর রহমান : [২] বৃহস্পতিবার সকালে বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশন এলাকায় অভিযান চালিয়েছে রেলওয়ের ভ্রাম্যমান আদালত। রেলওয়ের ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও পাকশী বিভাগীয় ভুসম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান অভিযানের নেতৃত্ব দেন। এ সময বিপুল সংখ্যক পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সান্তাহার বিদ্যুৎ বিভাগের নেসকো কর্তৃপক্ষ অভিযানে সহয়তা করেন।

[৩] সান্তাহার রেলওয়ে কাচারী অফিসের কানুনগো মহসিন আলী জানান, ভ্রাম্যমান আদালতের অভিযানে ভাড়া বকেয়া সহ নানা অনিয়মের কারনে আট জন দোকান মালিকের ৯৫ হাজার টাকা অর্থদন্ড করে তা নগদ আদায় করা হয়। একই সাথে দীর্ঘ দিন ভাড়া বকেয়া রাখার অপরাধে শহরের ষ্টার হোটেলের মালামাল জব্দ করে হোটেলটি রেলওয়ে হেফাজতে নেয়া হয়।

[৪] এ ছাড়া ভাড়া বকেয়া ও লাইসেন্সের নির্ধারিত জায়গার চেয়ে বেশি জায়গা দখল করায় ১৬টি দোকান সিলগালা করে আদালত। সিলগালা করা সকল দোকানের বৈদ্যূতিক সংযোগ বিচ্ছিন করা হয়।

[৫] ভ্রাম্যমাণ আদালত চলাকালিন সময়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ওসি মনজের আলী, সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মো: নুর-এ নবী, সান্তাহার পুলিশ ফাঁিড়র উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ, আদমীঘি থানার উপ-পরিদর্শক আব্দুল রাকিব, এএসআই রুস্তম ফারুক প্রমূখ উপস্থিত ছিলেন। সম্পাদনা : সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়