শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯০ দেশে ১৭ ভাষায় মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা ‘জগমে ঠান্ডিরাম’

বিনোদন ডেস্ক: পরিচালক কার্তিক সুব্বরাজের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জগমে ঠান্ডিরাম’ নেটফ্লিক্সে মুক্তির জন্য প্রস্তুত। দক্ষিণ ভারতীয় তারকা ধানুশ অভিনীত এই সিনেমা প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে শুক্রবার (১৮ জুন)।

করোনা মহামারির কারণে লকডাউনের পর ‘জগমে ঠান্ডিরাম’ ধানুশের দ্বিতীয় সিনেমা, যেটি মুক্তি পাচ্ছে। এ বছরের ৯ এপ্রিল ধানুশের ‘কর্নন’ মুক্তি পেয়েছিল।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের খবর, ‘জগমে ঠান্ডিরাম’ সিনেমার ট্রেইলার ও টিজার মুক্তি পেয়েছিল যথাক্রমে ১ জুন ও ২২ ফেব্রুয়ারি। সেই থেকে ভক্তরা এই গ্যাংস্টার ড্রামা দেখার জন্য অধীর অপেক্ষায়। নেটফ্লিক্সে দুই ঘণ্টা ৩৮ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি মুক্তি পাবে আগামীকাল দুপুর সাড়ে ১২টায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯০টির বেশি দেশে ১৭ ভাষায় মুক্তি পাচ্ছে ধানুশের এই নতুন সিনেমা। ১৮ জুন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে নেটফ্লিক্সে এ সিনেমার স্ট্রিমিং শুরু হবে। যদিও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিতে ধানুশ খুব একটা খুশি নন।

 

কার্তিক সুব্বরাজের রচনায় সিনেমাটিতে দেখা যাবে মলিউড ডিভা ঐশ্বরিয়া লক্ষ্মীকে। সিনেমাটি প্রযোজনা করেছে ওয়াই নট স্টুডিয়োস ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। সংগীত পরিচালনা করেছেন সন্তোষ নারায়ণন।

তামিল ছাড়াও সিনেমাটির হিন্দি, মালয়ালাম, তেলেগু ও কন্নড় ভার্সন মুক্তি পাবে। এই গ্যাংস্টার ড্রামায় আরও রয়েছেন ‘গেম অব থ্রোনস’ অভিনেতা জেমস কসমো, সঞ্চনা নটরাজন, জোজু জর্জ, কালাইয়ারাসান, সৌন্দররাজ, দীপক পরমেশ, দেবন, ভাদিভুক্কারসি, অশ্বন্ত অশোককুমার ও মুথুকুমারকে।

সংবাদমাধ্যমটির দাবি, নেটফ্লিক্সে মুক্তির আগেই ‘জগমে ঠান্ডিরাম’ বেশ ভালো অঙ্কের অর্থ লাভ করেছে। শোনা যাচ্ছে, সিনেমাটির বাজেট ৬৫ কোটি রুপি, সেখানে শুধু ওটিটি প্ল্যাটফর্মে ডিজিটাল স্বত্ব বিক্রি হয়েছে ৫৫ কোটি রুপিতে। আর বিজয় টিভি এ সিনেমার স্যাটেলাইট স্বত্ব কিনেছে ১০ কোটি রুপিতে। সিনেমাটির মুক্তি-পূর্ব ব্যবসা হয়েছে ৭২.৫ কোটি রুপি। সেই হিসাবে এরই মধ্যে লাভ সাড়ে সাত কোটি রুপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়