শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৮:৫৩ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন দল পাবে ১ মিলিয়ন ৬০ লাখ ডলার

স্পোর্টস ডেস্ক : [২] ১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে বিরাট কোহলির ভারত মুখোমুখি হবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের। প্রথম দল হিসাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব কার দখলে যাবে সেই নিয়ে ইতিমধ্যেই আলাপ-আলোচনা, তর্ক-বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসির তরফে ফাইনালের পুরস্কারের ঘোষণাও দেওয়া হল।

[৩] টেস্টের সেরা নির্বাচিত হওয়া নিঃসন্দেহে বিশাল গর্বের বিষয়। তাই এই টুর্নামেন্ট জয়ের পুরস্কারমূল্যও টুর্নামেন্টের মান অনুযায়ী হবে বলেই সকলে আশা রেখেছিলেন। তাদের হতাশ না করে বিশাল পুরস্কার মূল্যের কথা জানানো হয় আইসিসির তরফে।

[৪] আইসিসি এক বিবৃতিতে জানায়, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বহু প্রতীক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বিজয়ী দল ১ মিলিয়ন ৬০ লাখ আমেরিকান ডলার এবং আইসিস টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ দণ্ড (যা আগে বছর শেষে টেস্ট র‌্যাঙ্কিংয়ে একে থাকা দলকে দেওয়া হত) পুরস্কার হিসাবে পাবেন। অপরদিকে পরাজিত দল, নয় দলের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য এর অর্ধেক অর্থ পাবে।

[৫] তবে ফাইনাল ড্র হলে কী হবে, সেই পথও বাতলে দেওয়া হয়েছে। ড্র-র ক্ষেত্রে মোট পুরস্কার মূল্য সমানভাগে ভাগ করা হবে ও পরবর্তী চ্যাম্পিয়ন নির্ধারিত হওয়ার আগে সমান সংখ্যক দিন ওই বিশেষ দণ্ডটি নিজেদের কাছে দলগুলি রাখতে পারবেন বলে উক্ত বিবৃতিতে বলা হয়।

[৬] এর পাশাপাশি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী দল যথাক্রমে ৪.৫ লাখ, ৩.৫ লাখ এবং ২ লাখ আমেরিকান ডলার করে পাবে। বাকি চার দলের প্রত্যেকে ১ লাখ ডলার করে পাবে। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়