সুজন কৈরী : [২] রাজধানীর মতিঝিলে ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী ব্যক্তির টাকা ছিনতাই চক্রের ২ সদস্যকে বিদেশি অস্ত্রসহ আটক করেছে র্যাব-১০। আটকরা হলেন- নয়ন মোল্লা (৩০) ও শহিদুল ইসলাম (৩৫)।
[৩] সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে র্যাব-১০ এর একটি দল মতিঝিল পার্ক এলাকায় অভিযান চালিয়ে না করে ওই দুজনকে আটক করে। তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার ৩ রাউন্ড গুলি, ১টি সুইজ গিয়ার চাকু, ১ জোড়া হাতকরা, ১টি দড়ি, ৩ টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬৬০টাকা জব্দ করা হয়েছে। তারা মোল্লা গ্যাংয়ের সন্ত্রাসী।
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে র্যাব জানতে পেরেছে, তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। বেশ কিছুদিন ধরে মতিঝিল, দিলকুশা ও পল্টনসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ব্যাংক থেকে মোটা অংকের টাকা উত্তোলনকারী ব্যক্তিদেরকে চিহ্নিত করে ডিবি পুলিশ, র্যাব ও আইন প্রনয়নকারী বিভিন্ন সংস্থার ভূয়া পরিচয় প্রদান করে টাকা উত্তোলনকারী ব্যক্তিদের অপহরণ করত। টাকা ছিনিয়ে নিয়ে ভুক্তভোগীদের ফাঁকা রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যেত। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।