সুজন কৈরী : [২] রাজধানীর মতিঝিলে ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী ব্যক্তির টাকা ছিনতাই চক্রের ২ সদস্যকে বিদেশি অস্ত্রসহ আটক করেছে র্যাব-১০। আটকরা হলেন- নয়ন মোল্লা (৩০) ও শহিদুল ইসলাম (৩৫)।
[৩] সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে র্যাব-১০ এর একটি দল মতিঝিল পার্ক এলাকায় অভিযান চালিয়ে না করে ওই দুজনকে আটক করে। তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার ৩ রাউন্ড গুলি, ১টি সুইজ গিয়ার চাকু, ১ জোড়া হাতকরা, ১টি দড়ি, ৩ টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬৬০টাকা জব্দ করা হয়েছে। তারা মোল্লা গ্যাংয়ের সন্ত্রাসী।
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে র্যাব জানতে পেরেছে, তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। বেশ কিছুদিন ধরে মতিঝিল, দিলকুশা ও পল্টনসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ব্যাংক থেকে মোটা অংকের টাকা উত্তোলনকারী ব্যক্তিদেরকে চিহ্নিত করে ডিবি পুলিশ, র্যাব ও আইন প্রনয়নকারী বিভিন্ন সংস্থার ভূয়া পরিচয় প্রদান করে টাকা উত্তোলনকারী ব্যক্তিদের অপহরণ করত। টাকা ছিনিয়ে নিয়ে ভুক্তভোগীদের ফাঁকা রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যেত। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :