শিরোনাম
◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব ◈ সব প্রতিষ্ঠানে চালু হবে আন্তঃলেনদেন ব্যবস্থা, দরকার হবে না ক্যাশ-আউট ◈ ট্রাফিক পুলিশের জরিমানার ক্ষমতাসহ শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা জারি ◈ কড়াইল বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট (ভিডিও) ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার সাম‌নে থরথর করে কাঁপছে ভারতীয় ব্যাটিং, আবার হোয়াইটওয়াশের আশঙ্কা ◈ কোনো দলই সুপার ওভারে  অভ্যস্ত নয়, দেশে ফিরে জানা‌লেন আকবর আ‌লি  ◈ হিজবুল্লাহ অবশ্যই প্রভাবশালী কমান্ডার হত্যার জবাব দেবে এবং সেটা হবে অত্যন্ত বেদনাদায়ক: আরব বিশ্লেষক ◈ বেনাপোল বন্দরে আমদানি–রফতানি ৩৩৪ ট্রাক, পাসপোর্টধারী যাতায়াত ১,৯১৬ ◈ গেজেট প্রকাশ বুধবারের মধ্যে, গণভোটের ব্যালট হবে ভিন্ন রংয়ের: আইন উপদেষ্টা ◈ বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: রিজভী

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের পর চলচিত্র ও বিনোদোন অঙ্গনে সমালোচনার ঝড়

সাকিবুল আলম: [৩] বনানীতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে কেঁদে কেঁদে এ বিষয়ে বিস্তারিত জানান তিনি। এর আগে একই দিন সন্ধ্যায় ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে প্রধানমন্ত্রীর কাছে তার ওপর ধর্ষণ ও হত্যাচেষ্টার বিচার চান।

[৪] ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর থেকেই পরীমণির পাশে দাঁড়িয়েছেন নাটক ও চলচ্চিত্র অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা। অভিনেত্রী জয়া আহসান থেকে শুরু করে নির্মাতা অনিমেষ আইচ, রুনা খান,খিজির হায়াত, দেবাশীষ বিশ্বাস, রওনক হাসান, ঊর্মিলা শ্রাবন্তী কর, অপূর্ব রানা, আশনা হাবীব ভাবনা, মিশু চৌধুরী, সংগীতশিল্পী কোনালসহ আরো অনেকেই বিষয়টি জানার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও অপরাধীর বিচার দাবি করেন।

[৫] স্বপ্নজাল চলচ্চিত্রের নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম বলেন, পরীমনি একজন অভিনয়শিল্পী। তার চেয়ে বড় কথা তিনি একজন নারী। তার ওপর যেটা ঘটেছে সেটা অমানবিক, বর্বরোচিত। এখন টাকা নাকি আইন, কার ক্ষমতা বেশি দেখতে চাই।

[৬] প্রখ্যাত অভিনেত্রী জয়া আহসান এ ঘটনার পেছনে কার কার হাত রয়েছে সে সম্পর্কে জানতে চেয়েছেন। তিনি বলেন, এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই। আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপনার বিচার হয়েছে। দেখতে চাই,কোনো মেয়ে সে যে-ই হোক, তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে।

[৭] অভিনয়শিল্পী আসনা হাবীব ভাবনাও পরীমনির পাশে দাঁড়ান এবং এই কঠিন পরিস্থিতিতে পরীমনিকে ভেঙে না পড়ে মনোবল অটুট রাখার অনুরোধ করেন। তিনি পুরুষতান্ত্রিক এই দেশে সর্বস্তরের নারীদের নূন্যতম নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। ভাবনা বলেন,পরীর এই কান্না নিতে ভীষণ কষ্ট হচ্ছে। একজন নারী হিসেবে, একজন সহকর্মী হিসেবে। পরীর পাশে আছি। পরী তুমি ভাঙবে না প্লিজ। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়