শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের পর চলচিত্র ও বিনোদোন অঙ্গনে সমালোচনার ঝড়

সাকিবুল আলম: [৩] বনানীতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে কেঁদে কেঁদে এ বিষয়ে বিস্তারিত জানান তিনি। এর আগে একই দিন সন্ধ্যায় ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে প্রধানমন্ত্রীর কাছে তার ওপর ধর্ষণ ও হত্যাচেষ্টার বিচার চান।

[৪] ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর থেকেই পরীমণির পাশে দাঁড়িয়েছেন নাটক ও চলচ্চিত্র অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা। অভিনেত্রী জয়া আহসান থেকে শুরু করে নির্মাতা অনিমেষ আইচ, রুনা খান,খিজির হায়াত, দেবাশীষ বিশ্বাস, রওনক হাসান, ঊর্মিলা শ্রাবন্তী কর, অপূর্ব রানা, আশনা হাবীব ভাবনা, মিশু চৌধুরী, সংগীতশিল্পী কোনালসহ আরো অনেকেই বিষয়টি জানার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও অপরাধীর বিচার দাবি করেন।

[৫] স্বপ্নজাল চলচ্চিত্রের নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম বলেন, পরীমনি একজন অভিনয়শিল্পী। তার চেয়ে বড় কথা তিনি একজন নারী। তার ওপর যেটা ঘটেছে সেটা অমানবিক, বর্বরোচিত। এখন টাকা নাকি আইন, কার ক্ষমতা বেশি দেখতে চাই।

[৬] প্রখ্যাত অভিনেত্রী জয়া আহসান এ ঘটনার পেছনে কার কার হাত রয়েছে সে সম্পর্কে জানতে চেয়েছেন। তিনি বলেন, এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই। আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপনার বিচার হয়েছে। দেখতে চাই,কোনো মেয়ে সে যে-ই হোক, তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে।

[৭] অভিনয়শিল্পী আসনা হাবীব ভাবনাও পরীমনির পাশে দাঁড়ান এবং এই কঠিন পরিস্থিতিতে পরীমনিকে ভেঙে না পড়ে মনোবল অটুট রাখার অনুরোধ করেন। তিনি পুরুষতান্ত্রিক এই দেশে সর্বস্তরের নারীদের নূন্যতম নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। ভাবনা বলেন,পরীর এই কান্না নিতে ভীষণ কষ্ট হচ্ছে। একজন নারী হিসেবে, একজন সহকর্মী হিসেবে। পরীর পাশে আছি। পরী তুমি ভাঙবে না প্লিজ। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়