শিরোনাম
◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা 

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের পর চলচিত্র ও বিনোদোন অঙ্গনে সমালোচনার ঝড়

সাকিবুল আলম: [৩] বনানীতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে কেঁদে কেঁদে এ বিষয়ে বিস্তারিত জানান তিনি। এর আগে একই দিন সন্ধ্যায় ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে প্রধানমন্ত্রীর কাছে তার ওপর ধর্ষণ ও হত্যাচেষ্টার বিচার চান।

[৪] ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর থেকেই পরীমণির পাশে দাঁড়িয়েছেন নাটক ও চলচ্চিত্র অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা। অভিনেত্রী জয়া আহসান থেকে শুরু করে নির্মাতা অনিমেষ আইচ, রুনা খান,খিজির হায়াত, দেবাশীষ বিশ্বাস, রওনক হাসান, ঊর্মিলা শ্রাবন্তী কর, অপূর্ব রানা, আশনা হাবীব ভাবনা, মিশু চৌধুরী, সংগীতশিল্পী কোনালসহ আরো অনেকেই বিষয়টি জানার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও অপরাধীর বিচার দাবি করেন।

[৫] স্বপ্নজাল চলচ্চিত্রের নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম বলেন, পরীমনি একজন অভিনয়শিল্পী। তার চেয়ে বড় কথা তিনি একজন নারী। তার ওপর যেটা ঘটেছে সেটা অমানবিক, বর্বরোচিত। এখন টাকা নাকি আইন, কার ক্ষমতা বেশি দেখতে চাই।

[৬] প্রখ্যাত অভিনেত্রী জয়া আহসান এ ঘটনার পেছনে কার কার হাত রয়েছে সে সম্পর্কে জানতে চেয়েছেন। তিনি বলেন, এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই। আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপনার বিচার হয়েছে। দেখতে চাই,কোনো মেয়ে সে যে-ই হোক, তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে।

[৭] অভিনয়শিল্পী আসনা হাবীব ভাবনাও পরীমনির পাশে দাঁড়ান এবং এই কঠিন পরিস্থিতিতে পরীমনিকে ভেঙে না পড়ে মনোবল অটুট রাখার অনুরোধ করেন। তিনি পুরুষতান্ত্রিক এই দেশে সর্বস্তরের নারীদের নূন্যতম নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। ভাবনা বলেন,পরীর এই কান্না নিতে ভীষণ কষ্ট হচ্ছে। একজন নারী হিসেবে, একজন সহকর্মী হিসেবে। পরীর পাশে আছি। পরী তুমি ভাঙবে না প্লিজ। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়