রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ অভিযান চালিয়ে গাড়ির ভুয়া নাম্বারপ্লেট ব্যবহার করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে।
[৩] ডিবি সূত্রে জানা যায়, একটি মামলার তদন্তে নেমে সোমবার ১৪ জুন মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির, এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফ হোসেনের তত্ত্বাবধানে এস আই মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আকবরশাহ্ থানাধীন ঈশান মহাজন রোডস্থ মেসার্স গরীবে নেওয়াজ মোটর ওয়ার্কসপ সংলগ্ন এলাকায় সকাল ১১.৪৫ এর দিকে অভিযান পরিচালনা করে উক্ত গাড়ি সহ সজল চন্দ্র দে(৪১)কে আটক করেন।
[৪] মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ আলমগীর হোসেন জানান, গত ৯ জুন মোঃ সালাউদ্দিন(৩৭) নাম ওই ব্যক্তি আকবরশাহ থানাধীন লতিফপুর পাকা রাস্তার মাথাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তার নিজের গাড়ির নাম্বার এর একই নাম্বার ব্যবহার করে চলতে থাকা ব্লু কালারের অপর একটি গাড়ি দেখতে পেয়ে তিনি ওই গাড়ির মালিক সজল চন্দ্র দে(৪১) এর সাথে যোগাযোগ করলে সে গাড়ির নাম্বারের সাপেক্ষে যথাযথ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে মোঃ সালাউদ্দিন(৩৭) বাদী হয়ে আকবর শাহ থানায় একটি নিয়মিত মামলা রুজু করে।
[৫] পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত সজল চন্দ্র দে(৪১) চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ১০ নং ওয়ার্ড এর আকবরশাহ্, থানার উত্তর কাট্টলী, আচার্য পাড়া, ননি গোনাল দে এরবাড়ীর মৃত সতিশ চন্দ্র দে ও বতুল বালা দে এর সন্তান।