শিরোনাম
◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একই নাম্বার প্লেট দুই গাড়িতে, আটক এক প্রতারক

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ অভিযান চালিয়ে গাড়ির ভুয়া নাম্বারপ্লেট ব্যবহার করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে।

[৩] ডিবি সূত্রে জানা যায়, একটি মামলার তদন্তে নেমে সোমবার ১৪ জুন মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির, এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফ হোসেনের তত্ত্বাবধানে এস আই মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আকবরশাহ্ থানাধীন ঈশান মহাজন রোডস্থ মেসার্স গরীবে নেওয়াজ মোটর ওয়ার্কসপ সংলগ্ন এলাকায় সকাল ১১.৪৫ এর দিকে অভিযান পরিচালনা করে উক্ত গাড়ি সহ সজল চন্দ্র দে(৪১)কে আটক করেন।

[৪] মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ আলমগীর হোসেন জানান, গত ৯ জুন মোঃ সালাউদ্দিন(৩৭) নাম ওই ব্যক্তি আকবরশাহ থানাধীন লতিফপুর পাকা রাস্তার মাথাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তার নিজের গাড়ির নাম্বার এর একই নাম্বার ব্যবহার করে চলতে থাকা ব্লু কালারের অপর একটি গাড়ি দেখতে পেয়ে তিনি ওই গাড়ির মালিক সজল চন্দ্র দে(৪১) এর সাথে যোগাযোগ করলে সে গাড়ির নাম্বারের সাপেক্ষে যথাযথ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে মোঃ সালাউদ্দিন(৩৭) বাদী হয়ে আকবর শাহ থানায় একটি নিয়মিত মামলা রুজু করে।

[৫] পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত সজল চন্দ্র দে(৪১) চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ১০ নং ওয়ার্ড এর আকবরশাহ্, থানার উত্তর কাট্টলী, আচার্য পাড়া, ননি গোনাল দে এরবাড়ীর মৃত সতিশ চন্দ্র দে ও বতুল বালা দে এর সন্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়