শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৫:০৩ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রাইস্টচার্চ হামলার সিনেমায় জ্যাসিন্ডা নয়, চলচিত্রের মূল উপজিব্য বিষয় হতে হবে মুসলিম সম্প্রদায়

আসিফুজ্জামান পৃথিল: [২] ক্রাইস্টচার্চ হামলার পর জ্যাসিন্ডা আর্ডের্নের মহানুভবতা নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। সমাপলোচনার মুখে প্রযোজকের পদত্যাগ। নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর অফিস বলছে জ্যাসিন্ডা নয়, চলচিত্রের মূল উপজিব্য বিষয় হতে হবে মুসলিম সম্প্রদায়।

[৩] নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় একটি সিনেমা নির্মিত হতে যাচ্ছে। যেখানে ফোকাস করা হবে দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডের্নের সাহসী নেতৃত্বকে। বিশেষ করে হামলার পর তিনি পরিস্থিতি কীভাবে সামাল দিয়েছেন সেটাই সিনেমার মূল বিষয়বস্তু। হলিউড রিপোর্টার

[৪] আর্ডের্নের কার্যালয় জানিয়েছে, এই সিনেমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ঘটনাটির প্রতিক্রিয়া জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি আজ সোমবার বলেছেন, ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনা সম্পর্কিত কোনো সিনেমা নির্মিত হলে সেটার ফোকাস যেন মুসলিম সম্প্রদায়কে নিয়ে হয়। রয়টার্স

[৫] ২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চ মসজিদে হামলা চালায় এক শ্বেতাঙ্গ বন্দুকধারী। সেই ঘটনায় ৫১ জন মুসল্লি নিহত হয়েছিলেন। এই ঘটনা নিয়ে নির্মিত হতে যাওয়া সিনেমার নাম দে আর আস বা তারা আমাদের।

[৬] ঘোষণার পর থেকেই মুসলিম সম্প্রদায়ের মাঝে বিষয়টি নিয়ে অসন্তুষ্টি বিরাজ করছে। আর্ডের্ন বলেন, ১৫ মার্চের ঘটনায় বলার মত কিছু গল্প রয়েছে বলে আমি মনে করি। কিন্তু সবগুলো গল্পই আমাদের মুসলিম সম্প্রদায়ের। সুতরাং, তাদের ফোকাসে রাখতে হবে। গল্পটিতে আমার কথা বলা হোক তা আমি চাই না। রয়টার্স

[৭] নিউজিল্যান্ডের অ্যান্ড্রু নিকল সিনেমাটির গল্প লিখছেন, তিনিই এর পরিচালক। হামলা সম্পর্কে এটিতে বেশি কিছু নেই। মূলত জ্যাসিন্ডা হামলার পরবর্তী পরিস্থিতি কীভাবে সামাল দিয়েছেন সেটাই সিনেমার বিষয়বস্তু নিউজিল্যান্ডের প্রযোজক ফিলিপা ক্যাম্পবেল এই প্রকল্প থেকে সরে আসার ঘোষণা দেন। এই সনেমায় জ্যান্ডিার ভুমিকায় অভিনয় করার কথা রয়েছে হলিউড অভিনেত্রী রোস ব্রায়ানের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়