শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৪:৫৬ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভর্তি ফি কমানো ও হল ফি মওকুফের দাবি জানিয়ে কুবি শিক্ষার্থীদের স্বারকলিপি প্রদান

বিল্লাল হোসেন : [২] স্নাতোকোত্তরের ভর্তি ফি কমানো ও করোনাকালীন আবাসিক হল ফি মওকুফের দাবি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে মানববন্ধন করে ও উপাচার্য বরাবর স্বারক লিপি দিয়ে এ দাবি জানায়।

[৩] সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু ভাষ্কর্যের পাদদেশে ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা এ মানবন্ধন করে। এসময় শিক্ষার্থীরা বলেন, করোনা মহামারি দেশের অর্থনীতিতে ধ্বস নামিয়েছে। যার প্রভাব প্রতিটা পরিবারে পড়েছে। এমতাবস্থায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতোকোত্তরের ভর্তি ফি'র প্রায় ১০ হাজার টাকা বেশিরভাগ পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

[৪] এছাড়া দীর্ঘ ১৬ মাস যাবত শিক্ষার্থীরা আবাসিক হলে থাকছেনা। কিন্তু পরীক্ষায় বসতে হলে তাদের হল ফি দিতে হচ্ছে।

[৫] তারা আরো বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে। মানবিক দিক বিবেচনা করে ভর্তি ফি'র কমানো ও হল ফি মওকুফ একান্ত প্রয়োজন। এসময় শিক্ষার্থীরা দ্রুততম সময়ে এ বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান।

[৬] যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, এটাতো আমার একার সিদ্ধান্তে করা সম্ভব না। তবে আমি বরাবরই শিক্ষার্থীবান্ধব। এ বিষয়টা এফসি কমিটিতে যাবে। যদি কোনো সুযোগ থাকে তাহলে সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়