শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুর কারাগারের এক বন্দীকে ’ইয়াবা’ দিতে গিয়ে যুবক গ্রেপ্তার

আতিকুর রহমান : [২] জেলা কারাগারে বন্দি মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে ’ইয়াবা’ ট্যাবলেট সরবরাহ করতে গিয়ে এক যুবক গ্রেপ্তার হয়েছেন।রোববার ১৮পিস ইয়াবাসহ গ্রেপ্তার সজিবকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত।

[৩] গ্রেপ্তার সজিব হোসেন (৩৫), গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকার সিদ্দিক হোসেনের ছেলে।

[৪] জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ আখন্দ জানান, রোববার বিকেলে কারাকারের সামনে থাকা কারা ক্যান্টিনে ওই বন্দিকে কাপড় সরবরাহ করতে যান সজিব। কারাগারে পাঠানোর আগে কাপড়-চোপড়গুলো কারারক্ষী ইমন হোসেন ক্যান্টিনে বসেই তাতে তল্লাশী চালান। এসময় তিনি কাপড়-চোপড়ের ভেতরে মাল্টিভিটামিনের একটি কৌটা দেখতে পান।

[৫] পরে সন্দেহ হলে তিনি কৌটাটি খুলেন এবং ভেতরে পলিথিনে মোড়ানো ১৮পিস ’ইয়াবা সদৃশ ট্যাবলেট’ দেখতে পান। বিষয়টি ওই কারারক্ষী কর্মকর্তাদের খবর দিলে তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পরে রাতে এ ব্যাপারে কারাগারের জেলার মাসুদ হোসেন জুয়েল বাদি হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন।

[৬] কারাগারের জেলার মাসুদ হোসেন জুয়েল জানান, জনি চৌধুরী নামের এক ব্যক্তি চার মাস আগে গাজীপুর সদর থানা এলাকায় গ্রেপ্তারের পর ভ্রাম্যমান আদালতের বিচারক এক বছরের সাজা এবং গাজীপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দেন। কারাবন্দি জনিকেই তার পরিচিত সজিব হোসেন মাদক দিতে গিয়েছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়