শিরোনাম
◈ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ ◈ মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ◈ শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে হতে হবে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক: ড. মুহাম্মদ ইউনূস ◈ ওমরাহ যাত্রায় এখন থেকে রিটার্ন টিকিট বাধ্যতামূলক: নতুন নির্দেশনায় কড়াকড়ি সৌদি কর্তৃপক্ষের ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুর কারাগারের এক বন্দীকে ’ইয়াবা’ দিতে গিয়ে যুবক গ্রেপ্তার

আতিকুর রহমান : [২] জেলা কারাগারে বন্দি মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে ’ইয়াবা’ ট্যাবলেট সরবরাহ করতে গিয়ে এক যুবক গ্রেপ্তার হয়েছেন।রোববার ১৮পিস ইয়াবাসহ গ্রেপ্তার সজিবকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত।

[৩] গ্রেপ্তার সজিব হোসেন (৩৫), গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকার সিদ্দিক হোসেনের ছেলে।

[৪] জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ আখন্দ জানান, রোববার বিকেলে কারাকারের সামনে থাকা কারা ক্যান্টিনে ওই বন্দিকে কাপড় সরবরাহ করতে যান সজিব। কারাগারে পাঠানোর আগে কাপড়-চোপড়গুলো কারারক্ষী ইমন হোসেন ক্যান্টিনে বসেই তাতে তল্লাশী চালান। এসময় তিনি কাপড়-চোপড়ের ভেতরে মাল্টিভিটামিনের একটি কৌটা দেখতে পান।

[৫] পরে সন্দেহ হলে তিনি কৌটাটি খুলেন এবং ভেতরে পলিথিনে মোড়ানো ১৮পিস ’ইয়াবা সদৃশ ট্যাবলেট’ দেখতে পান। বিষয়টি ওই কারারক্ষী কর্মকর্তাদের খবর দিলে তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পরে রাতে এ ব্যাপারে কারাগারের জেলার মাসুদ হোসেন জুয়েল বাদি হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন।

[৬] কারাগারের জেলার মাসুদ হোসেন জুয়েল জানান, জনি চৌধুরী নামের এক ব্যক্তি চার মাস আগে গাজীপুর সদর থানা এলাকায় গ্রেপ্তারের পর ভ্রাম্যমান আদালতের বিচারক এক বছরের সাজা এবং গাজীপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দেন। কারাবন্দি জনিকেই তার পরিচিত সজিব হোসেন মাদক দিতে গিয়েছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়