শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুর কারাগারের এক বন্দীকে ’ইয়াবা’ দিতে গিয়ে যুবক গ্রেপ্তার

আতিকুর রহমান : [২] জেলা কারাগারে বন্দি মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে ’ইয়াবা’ ট্যাবলেট সরবরাহ করতে গিয়ে এক যুবক গ্রেপ্তার হয়েছেন।রোববার ১৮পিস ইয়াবাসহ গ্রেপ্তার সজিবকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত।

[৩] গ্রেপ্তার সজিব হোসেন (৩৫), গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকার সিদ্দিক হোসেনের ছেলে।

[৪] জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ আখন্দ জানান, রোববার বিকেলে কারাকারের সামনে থাকা কারা ক্যান্টিনে ওই বন্দিকে কাপড় সরবরাহ করতে যান সজিব। কারাগারে পাঠানোর আগে কাপড়-চোপড়গুলো কারারক্ষী ইমন হোসেন ক্যান্টিনে বসেই তাতে তল্লাশী চালান। এসময় তিনি কাপড়-চোপড়ের ভেতরে মাল্টিভিটামিনের একটি কৌটা দেখতে পান।

[৫] পরে সন্দেহ হলে তিনি কৌটাটি খুলেন এবং ভেতরে পলিথিনে মোড়ানো ১৮পিস ’ইয়াবা সদৃশ ট্যাবলেট’ দেখতে পান। বিষয়টি ওই কারারক্ষী কর্মকর্তাদের খবর দিলে তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পরে রাতে এ ব্যাপারে কারাগারের জেলার মাসুদ হোসেন জুয়েল বাদি হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন।

[৬] কারাগারের জেলার মাসুদ হোসেন জুয়েল জানান, জনি চৌধুরী নামের এক ব্যক্তি চার মাস আগে গাজীপুর সদর থানা এলাকায় গ্রেপ্তারের পর ভ্রাম্যমান আদালতের বিচারক এক বছরের সাজা এবং গাজীপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দেন। কারাবন্দি জনিকেই তার পরিচিত সজিব হোসেন মাদক দিতে গিয়েছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়