শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০১:১৩ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউপি নির্বাচনী সহিংসতায় ২নং কুকুয়া ইউনিয়নে হাসান বাহিনীর হামলায় আহত ৫

পটুয়াখালী প্রতিনিধি:[২] ২ নং কুকুয়া ইউনিয়নের কেওয়াবুনিয়ায় হাসান বাহিনীর হামলায় মোরগ মার্কার মেম্বার প্রার্থীর ৬-৭ জন কর্মী সমর্থক গুরুতর জখম।১৩ জুন রবিবার বাদ আসর আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ১নং ওয়ার্ডের মোরগ মার্কার মেম্বার প্রার্থীর কর্মীসমর্থকদের উপর এ হামলার ঘটনা ঘটে।

[৩] আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও গুরুতর জখম একজনকে বরিশাল শেরসচিম হাসপাতালে ভর্তি করেন।

[৪] আহত সূত্রে জানা যায় মোরগ মার্কার মেম্বার প্রার্থী জহির মাতুব্বরের বাড়ির পশ্চিম পাশে মসজিদে মজিবুর রহমান মাতুব্বর আসর নামাজ শেষে বাহিরে বের হয়ে আসলে ফুটবল মার্কার মেম্বার প্রার্থী ও তার সন্ত্রাসী বাহিনী আঃ জব্বার প্যাদা(৫২), কামাল হোসেন (৩২), আঃ জলিল প্যাদা (৪৮),মোঃ খলিল প্যাদা (৪৫), আলমগীর প্যাদা (৩৮), সর্ব পিতা হাসান প্যাদা, হাসান প্যাদা (৭০), পিতা ইয়াকুব আলী প্যাদা, আঃ জলিল(৪৫) পিতা কাসু প্যাদা,ইউসুফ প্যাদা(৩৮) পিতা মৃত ইদ্রিস প্যাদা, জাহিদ প্যাদা(২২) পিতা গফফার প্যাদা, ভাসান সিকদার (৪২) পতা নজর আলী সিকদার, হৃদয় সিকদার (২২) পিতা ভাসান সিকদার, আঃ রাজ্জাক (৫৬) পিতা মৃত এ্যাকিম সরদার, আঃ খালেক( ৪৮) পিতা কাসু প্যাদা, আঃ মালেক (৪৫) পিতা কাস প্যাদা, ইব্রাহিম (২২) পিতা আঃ খালেক প্যাদা, আঃ সাত্তার মাষ্টার(৬০) পিতা ইউনুস প্যাদা ও কালাম উকিলসহ অজ্ঞাতব আরও ২৫-৩০ জন দেশীয় অস্রদিয়ে দিয়ে সন্ত্রাসী বাহিনী হামলা চালায়।

[৫] মজিবর মাতুব্বরের ডাকচিৎকারে জখমীরা আগাইয়া আসিলে তাদের উপর হামলা চালায়। এই সন্ত্রাসী হামলায় শাহরিয়ার কবির (৪৫) পিতা আলহাজ মজিবর মাতুব্বর, জহির মাতুব্বর মোরগ মার্কার ইউপি মেম্বার প্রার্থী পিতা মজিবুর রহমান মাতুব্বর, রাশওয়ান মুরাদ(৩১) পিতা আলহাজ্ব মজিবুর রহমান মাতুব্বর, আলহাজ্ব মজিবুর রহমান মাতুব্বর (৬৫) পিতা মৃত কাঞ্চন আলী মাতুব্বর গুরুতর আহত হন। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর জখমী শাহরিয়ার কবির কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপালে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়