শিরোনাম
◈ শতভাগ ফিট না হলে নেইমার-ভিনিসুসদের বিশ্বকাপ খেলা হবে না  ◈ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি: তারেক রহমান ◈ আগামী ৮ জুলাই শুরু হ‌বে লঙ্কা প্রিমিয়ার লিগ ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ–আহতদের জন্য ২,১০৬ কোটি টাকার আবাসন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন নিয়ে শঙ্কা ◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি ◈ রাঙ্গামাটিতে কয়েক সেকেন্ডের মাঝারি ভূকম্পন অনুভূত ◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০১:১৩ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউপি নির্বাচনী সহিংসতায় ২নং কুকুয়া ইউনিয়নে হাসান বাহিনীর হামলায় আহত ৫

পটুয়াখালী প্রতিনিধি:[২] ২ নং কুকুয়া ইউনিয়নের কেওয়াবুনিয়ায় হাসান বাহিনীর হামলায় মোরগ মার্কার মেম্বার প্রার্থীর ৬-৭ জন কর্মী সমর্থক গুরুতর জখম।১৩ জুন রবিবার বাদ আসর আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ১নং ওয়ার্ডের মোরগ মার্কার মেম্বার প্রার্থীর কর্মীসমর্থকদের উপর এ হামলার ঘটনা ঘটে।

[৩] আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও গুরুতর জখম একজনকে বরিশাল শেরসচিম হাসপাতালে ভর্তি করেন।

[৪] আহত সূত্রে জানা যায় মোরগ মার্কার মেম্বার প্রার্থী জহির মাতুব্বরের বাড়ির পশ্চিম পাশে মসজিদে মজিবুর রহমান মাতুব্বর আসর নামাজ শেষে বাহিরে বের হয়ে আসলে ফুটবল মার্কার মেম্বার প্রার্থী ও তার সন্ত্রাসী বাহিনী আঃ জব্বার প্যাদা(৫২), কামাল হোসেন (৩২), আঃ জলিল প্যাদা (৪৮),মোঃ খলিল প্যাদা (৪৫), আলমগীর প্যাদা (৩৮), সর্ব পিতা হাসান প্যাদা, হাসান প্যাদা (৭০), পিতা ইয়াকুব আলী প্যাদা, আঃ জলিল(৪৫) পিতা কাসু প্যাদা,ইউসুফ প্যাদা(৩৮) পিতা মৃত ইদ্রিস প্যাদা, জাহিদ প্যাদা(২২) পিতা গফফার প্যাদা, ভাসান সিকদার (৪২) পতা নজর আলী সিকদার, হৃদয় সিকদার (২২) পিতা ভাসান সিকদার, আঃ রাজ্জাক (৫৬) পিতা মৃত এ্যাকিম সরদার, আঃ খালেক( ৪৮) পিতা কাসু প্যাদা, আঃ মালেক (৪৫) পিতা কাস প্যাদা, ইব্রাহিম (২২) পিতা আঃ খালেক প্যাদা, আঃ সাত্তার মাষ্টার(৬০) পিতা ইউনুস প্যাদা ও কালাম উকিলসহ অজ্ঞাতব আরও ২৫-৩০ জন দেশীয় অস্রদিয়ে দিয়ে সন্ত্রাসী বাহিনী হামলা চালায়।

[৫] মজিবর মাতুব্বরের ডাকচিৎকারে জখমীরা আগাইয়া আসিলে তাদের উপর হামলা চালায়। এই সন্ত্রাসী হামলায় শাহরিয়ার কবির (৪৫) পিতা আলহাজ মজিবর মাতুব্বর, জহির মাতুব্বর মোরগ মার্কার ইউপি মেম্বার প্রার্থী পিতা মজিবুর রহমান মাতুব্বর, রাশওয়ান মুরাদ(৩১) পিতা আলহাজ্ব মজিবুর রহমান মাতুব্বর, আলহাজ্ব মজিবুর রহমান মাতুব্বর (৬৫) পিতা মৃত কাঞ্চন আলী মাতুব্বর গুরুতর আহত হন। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর জখমী শাহরিয়ার কবির কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপালে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়