শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০১:১৩ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউপি নির্বাচনী সহিংসতায় ২নং কুকুয়া ইউনিয়নে হাসান বাহিনীর হামলায় আহত ৫

পটুয়াখালী প্রতিনিধি:[২] ২ নং কুকুয়া ইউনিয়নের কেওয়াবুনিয়ায় হাসান বাহিনীর হামলায় মোরগ মার্কার মেম্বার প্রার্থীর ৬-৭ জন কর্মী সমর্থক গুরুতর জখম।১৩ জুন রবিবার বাদ আসর আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ১নং ওয়ার্ডের মোরগ মার্কার মেম্বার প্রার্থীর কর্মীসমর্থকদের উপর এ হামলার ঘটনা ঘটে।

[৩] আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও গুরুতর জখম একজনকে বরিশাল শেরসচিম হাসপাতালে ভর্তি করেন।

[৪] আহত সূত্রে জানা যায় মোরগ মার্কার মেম্বার প্রার্থী জহির মাতুব্বরের বাড়ির পশ্চিম পাশে মসজিদে মজিবুর রহমান মাতুব্বর আসর নামাজ শেষে বাহিরে বের হয়ে আসলে ফুটবল মার্কার মেম্বার প্রার্থী ও তার সন্ত্রাসী বাহিনী আঃ জব্বার প্যাদা(৫২), কামাল হোসেন (৩২), আঃ জলিল প্যাদা (৪৮),মোঃ খলিল প্যাদা (৪৫), আলমগীর প্যাদা (৩৮), সর্ব পিতা হাসান প্যাদা, হাসান প্যাদা (৭০), পিতা ইয়াকুব আলী প্যাদা, আঃ জলিল(৪৫) পিতা কাসু প্যাদা,ইউসুফ প্যাদা(৩৮) পিতা মৃত ইদ্রিস প্যাদা, জাহিদ প্যাদা(২২) পিতা গফফার প্যাদা, ভাসান সিকদার (৪২) পতা নজর আলী সিকদার, হৃদয় সিকদার (২২) পিতা ভাসান সিকদার, আঃ রাজ্জাক (৫৬) পিতা মৃত এ্যাকিম সরদার, আঃ খালেক( ৪৮) পিতা কাসু প্যাদা, আঃ মালেক (৪৫) পিতা কাস প্যাদা, ইব্রাহিম (২২) পিতা আঃ খালেক প্যাদা, আঃ সাত্তার মাষ্টার(৬০) পিতা ইউনুস প্যাদা ও কালাম উকিলসহ অজ্ঞাতব আরও ২৫-৩০ জন দেশীয় অস্রদিয়ে দিয়ে সন্ত্রাসী বাহিনী হামলা চালায়।

[৫] মজিবর মাতুব্বরের ডাকচিৎকারে জখমীরা আগাইয়া আসিলে তাদের উপর হামলা চালায়। এই সন্ত্রাসী হামলায় শাহরিয়ার কবির (৪৫) পিতা আলহাজ মজিবর মাতুব্বর, জহির মাতুব্বর মোরগ মার্কার ইউপি মেম্বার প্রার্থী পিতা মজিবুর রহমান মাতুব্বর, রাশওয়ান মুরাদ(৩১) পিতা আলহাজ্ব মজিবুর রহমান মাতুব্বর, আলহাজ্ব মজিবুর রহমান মাতুব্বর (৬৫) পিতা মৃত কাঞ্চন আলী মাতুব্বর গুরুতর আহত হন। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর জখমী শাহরিয়ার কবির কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপালে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়