শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০১:০২ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গল্প ভালো লেগে গেলে ঘরানা কোনো সমস্যা নয়’

ইমরুল শাহেদ: এ কথা বলেছেন দুই ছবি বয়সী নায়িকা প্রিয়মনি। তিনি বলেন, মূলধারা বা ভিন্ন ধারা বলে কথা নেই। হতে পারে সেটা লোকগাথাও। আমার যদি পছন্দ হয় এবং চরিত্রটি ভালো লাগে তাহলে এখানে কাজ করতে আর কোনো বাধা নেই।’ প্রিয়মনি অভিনীত অনন্য মামুনের ‘কসাই’ ছবিটি ইতোমধ্যে এ্যাপসে মুক্তি পেয়েছে।

এই ছবিটি বর্তমানে সেন্সরে রয়েছে। নবাব এলএলবি এবং কসাই - দুটো ছবিই এ্যাপস পার করে এখন সিনেমা হলে মুক্তি পাবে। তিনি বলেন, দর্শক কসাই দেখে তাকে পছন্দ করেছে। এছাড়া তিনি চ্যানেল আইয়ের প্রযোজক রাজু আলীমের ‘ভালোবাসা প্রজাপতি’ ছবিতে কাজ করেছেন। ছবিটিতে তার কাজ শেষ। প্রিয়া মনি বলেন, এখন তিনি ওয়েব সিরিজি ও নাটকে কাজ করছেন। তবে এভাবে যখন যে কাজই করেন না কেন, থিতু হতে চান চলচ্চিত্রেই।
তিন বোনের মধ্যে সবার ছোট তিনি।

পরিবারের মানুষরা তাকে মনি বলেই ডাকেন। কেউ আবার ডাকেন প্রিয়। এভাবেই তার নাম হয়ে যায় প্রিয়মনি। দেশীয় চলচ্চিত্র একজন সম্ভাবনাময়ী মুখ তিনি। জানা গেছে, ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার প্রিয়মনির স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার। পড়াশোনা সেভাবেই এগিয়ে নিচ্ছিলেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পঞ্চম সেমেস্টারে পড়ছেন। বছর দেড়েক আগে শখের বসে র‌্যাম্পের ঝলমলে মঞ্চে পা রাখেন। সেটি খুব বেশিদিন আগের কথা নয়। একদিন চ্যানেল আইতে একটি সাক্ষাৎকার দিতে যান। সেখানেই ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান সাগরের সঙ্গে তার সাক্ষাৎ হয়।

সেই পরিচয়ের সূত্র ধরেই প্রস্তাব পান চলচ্চিত্রে কাজের। ছবির নাম ‘ভালোবাসার প্রজাপতি’। সোশ্যাল মিডিয়াতে সরব প্রিয়মনি। সেখানেই নিজের নাচের ভিডিও পোস্ট করেছিলেন। ওই ভিডিওটি পরিচালক অনন্য মামুনের এক সহকারীর নজরে আসে। পরিচালক তখন তার নতুন চলচ্চিত্রের জন্য নায়িকা খুঁজছিলেন। প্রিয়র সেই নাচ দেখে মুগ্ধ হন মামুন। নিজে থেকেই যোগাযোগ করেন। প্রিয়মনি বলেন, আমি যখন কসাই চলচ্চিত্রে কাজের অফার পাই, তখন সত্যি কথা বলতে আমি মামুন ভাইকে সেভাবে চিনতাম না। পরে কাজ করতে গিয়ে জানলাম তিনি একজন গুণী নির্মাতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়