শিরোনাম
◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৮:৪৯ রাত
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৮:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক প্রতিদ্বন্দ্বী এরিকসনের জন্য উদ্বিগ্ন ছিলেন জামাল

স্পোর্টস ডেস্ক: [২] ১৯৯০ সালের ডেনমার্কে জন্ম নেন জামাল। পৈতৃক নিবাস ময়মনসিংহে। ইউরোপে ফুটবলে হাতেখড়ি হলেও দেশের জার্সিতে খেলার ইচ্ছা ছিল তার। ড্যানিশ দল ব্রনবি আইএফ ও এফসি কোপেনহেগেনের জুনিয়র দলে খেলেছেন তিনি। সিনিয়র পর্যায়ে হেলেরুপ আইকে, বিকে আভারটা, আভেডরা আইএফের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। বাংলাদেশে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনীতে নাম লেখান। বর্তমানে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ। ভারতীয় লিগে কলকাতা মোহামেডানের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

[৩] কিশোর বয়সে ডেনমার্কে জাতীয় দলের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসনের বিপক্ষে খেলা হয়েছে জামালের।

[৪] শনিবার, ১২ জুন, রাতে ফিনল্যান্ডের বিপক্ষে ইউরোর ম্যাচে চলাকালীন এরিকসন যখন হঠাৎ অজ্ঞান হন, তখন উদ্বিগ্ন হয়ে পড়েন জামাল।

[৫] মুর্হূতেই নিজ অফিসিয়াল টুইট পোস্টে ইন্টার মিলান তারকা এরিকসনের সুস্থতা কামনা করেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক।

[৬]বাংলাদেশ দল বর্তমানে কাতারে অবস্থান করছে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামী মঙ্গলবার (১৫ জুন) ওমানের বিপক্ষে নামবে লাল-সবুজরা।

[৭] রোববার ১৩ জুন, গণমাধ্যমে এক ভিডিও বার্তায় দিয়েছেন জামাল। এরিকসনের অবস্থা স্থিতিশীল হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি। আমি জানতাম না হার্ট অ্যাটাক হয়েছে তার। এরিকসন ও তার পরিবারের জন্য খুব খারাপ লাগছিল। আমি মনে করি পেশাদার/অপেশাদার সব ফুটবলারের তার জন্য দোয়া করেছেন।

[৮] ছোট থেকেই প্রতিভাবান ছিলেন এরিকসন। স্বদেশী ক্লাব মিডলফার্ট ও ওদিনসে বোল্ডকুপে খেলেছেন। ড্রিবলিং ও ফ্রি কিক ছিল নজর কাড়া। রিয়াল মাদ্রিদ বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির মতো দলে ট্রায়াল দিয়েছেন। যদিও ২০০৮ সালে ডাচ ক্লাব আয়াক্সের জুনিয়র দলে যোগ দেন। দুই বছর পর সিনিয়র পর্যায়ে অভিষেক হয় তার। ২০১৩ সাল থেকে টটেনহামের হয়ে খেলেছেন। গেল বছর যোগ দেন ইন্টারে। ডেনমার্কে জুনিয়র পর্যায়ে জামালের প্রতিপক্ষ হিসেবে এরিকসনকে পেয়েছিলেন। -আর টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়