শরীফ শাওন: [২] স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির মিডটার্ম ও চূড়ারন্ত পরীক্ষা গ্রহণ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে ১৯ ডিপার্টমেন্টের বিভিন্ন সেমিষ্টারের পরীক্ষা শুরু হলে করোনার প্রকোপে কিছু পরীক্ষা স্থগিত করা হয়।
[৩] রোববার সকাল এবং বিকেল দুই শিফটে ১২টি পরীক্ষা হয়েছে। এতে প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
[৪] বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন জানান, গত বছর ১৯ ডিপার্টমেন্টের পরীক্ষা শুরু হলে করোনার কারণে কিছু পরীক্ষা স্থগিত হয়ে যায়। প্রথম পর্যায়ে সেগুলোর আয়োজন করা হয়েছে।
[৫] স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আয়োজন করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যবিধি মনিটরিং টিমের এ আহ্বায়ক জানান, এবার প্রতি সিটে একজন শিক্ষার্থী বসানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশ থেকে হলরুম পর্যন্ত স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করা হয়েছে। মাস্ক ও সেনিটাইজার ব্যবহার নিশ্চিত করেছি।