শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেটে ১৪ মেগা প্রকল্পের বরাদ্দ বাড়ানো হয়েছে, ২২ ভাগ চীনা অর্থায়নে ৫ প্রকল্প বন্ধ রয়েছে, বাড়ছে সময় ও ব্যয়

বিশ্বজিৎ দত্ত: [২] প্রস্তাবিত বাজেটে ১৪টি মেগাপ্রকল্পে আবারো অর্থ বৃদ্ধি করা হয়েছে। ১৪টি মেগাপ্রকল্পে উন্নয়ন খাতের ৫১৩২১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা দেশের মোট উন্নয়ণ খাতের ২২.৮ শতাংশ। উল্লেখ্য, প্রস্তাবিত বাজেটে উন্নয়ণ প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ২২৫৩৩৪ কোটি টাকা। মেগাপ্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হলেও কমেছে স্বাস্থ্য, শিক্ষা ও স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রল্পের ব্যয়।

[৩] গবেষণা সংস্থা সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান জানিয়েছেন, আগামী বাজেটের অন্যতম একটি বিষয় হলো কর্মসংস্থান। স্থানীয় সরকার, শিক্ষা, যুবউন্নয়ণ, সমাজ কল্যাান, নারী ও শিশু মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলো আমাদের দেশের বাস্তবতায় অধিকতর কর্মসংস্থান সৃষ্টি করে। যেমন কলারোয়ার একটি বাধ মেরামতে ১ লাখ টাকা বরাদ্দে যে পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টি হয়। সেখানে মেগাপ্রকল্পে ১ হাজার কোটি টাকা বিনিয়োগেও সেই পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হয় না। কোভিড পরিস্থিতিতে প্রয়োজন ছিল মেগাপ্রকল্পের চেয়েও ছোট ছোট প্রকল্পগুলেঅ বৃদ্ধি করার। যাতে সরকারি বিনিয়োগ বাড়ে ও অধিকতর কর্মসংস্থান হয়।

[৪] প্রস্তাবিত বাজেটে প্রধান ৫টি খাতের উন্নয়ণ প্রকল্পে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৬.৩ শতাংশ। এরমধ্যে যোগাযোগ ও বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি ৪০.৩ ভাগ উন্নয়ন বরাদ্দ দেয়া হয়েছে। যোগাযোগ খাতে উন্নয়ন প্রকল্প নেয়া হয়েছে ২৯০ টি, বিদ্যুৎ ও জ্বালানিখাতে প্রকল্প নেয়া হয়েছে ৮৩টি। গৃহায়ণ ও সামাজিক উন্নয়ণে প্রকল্প নেয়া হয়েছে ১৮৮ টি, শিক্ষায় প্রকল্প নেয়া হয়েছে ১১৭টি, স্বাস্থ্যে প্রকল্প নেয়া হয়েছে ৬৫টি। এবারে কৃষিতে কমেগেছে উন্নয়ন প্রকর্পের বরাদ্দ। গত বছর যেখানে মোট এডিপির ৪.১ শতাংশ বরাদ্দ ছিল প্রস্তাবিত বাজেটে কৃষির বরাদ্দ কমিয়ে ৩.১ শতাংশ করা হয়েছে। কোভিড সচেতনতায় কোন ধরনের প্রকল্প প্রস্তাবিত বাজেটে নেয়া হয়নি।

[৫] এবিষয়ে অর্থনীতিবিদ আমিনুর রহমান জানান, বিগত কয়েক বছর যাবত বেসরকারি বিনিয়োগ বাড়ছে না। বেসরকারিখাতের শিল্পঋণ গত বছর ছিল ৮ শতাংশ। সরকারি বিনিয়োগই এখন কর্মসংস্থানের প্রধান ভরসা। কোভিডে বিপুল সংখ্যক লোক কর্মহীন হয়েছে। রেমিটেন্স বাড়লেও বিদেশি কর্মসংস্থান কমেছে। এ ক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে যে কর্মসংস্থান হয় তার গতিবৃদ্ধি করাই ছিল বাজেটের অন্যতম একটি বিষয়। যেমন অতিমারিতে দেশের কৃষকরা একটি উল্লেখযোগ্য কাজ করেছে। তারা দেশে খাদ্য সংকট হতে দেয়নি। কিন্তু বাজেটে কৃষকদের উন্নয়ণে বরাদ্দ কমেছে। মেগাপ্রল্পের মধ্যে যেমন রূপপুর পারমানবিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। কোভিড পরিস্থিতিতে যেখানে শিল্প উৎপাদনই বন্ধ সেখানে অতিরিক্ত বিদ্যুৎ দিয়ে এখন কি হবে কে জানে।

[৬] উল্লেখ্য, ১৪টি মেগাপ্রকল্পের ৮টি আগামী বছরের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু চায়নার অর্থায়ণে সম্পন্ন হবে এমন ৫টি প্রকল্পে গত ২ বছর যাবৎ চায়না কোন অর্থায়ণ করছে না। ফলে প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়ণে সমস্যার সৃষ্টি হতে পারে। ২০২২ সালে বাস্তবায়িত হবে এমন মেগাপ্রকল্পগুলো হলো, পদ্মা মাল্টিপারপাস ব্রিজ প্রকল্প ২০২১ সালে সম্পন্ন হওয়ার কথা থাকলেও এটি ২০২২ সালে চলে যাবে বলে অনেকেই মনে করছেন। ২০০৯ সালে নেয়া এই প্রকল্পের বাস্তবায়ণ হওয়ার কথা ২০১৫ সালে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১৫ হাজার কোটি টাকা। বর্তমানে এর নির্মাণ্যে ব্যয় হচ্ছে ৩০ হাজার কোটি টাকা। ঘোড়াসাল পলাশ সার কারখানা, রূপসা কম্বাইন্ড সার্কেল পাওয়ার প্ল্যান্ট, পায়রা পোর্ট, জয়দেবপুর টাঙ্গাইল ৪ লেন, মাতারবাড়ি কোল বিদ্যুৎ প্রকল্প ২০২২ সালে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়