শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২১, ১০:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণ বেড়েছে দেশের পশ্চিমাঞ্চলে, ২২ জেলায় সংক্রমণের ঊর্ধ্বগতি

শিমুল মাহমুদ: [২] সীমান্ত জেলার বাইরেও করোনা সংক্রমণ বাড়ছে। খুলনা, বাগেরহাট, পিরোজপুর, যশোর, রাজশাহী, নাটোরসহ ২২ টি জেলায় সংক্রমণের হার বেশি। নড়াইলে করোনা শনাক্তের প্রায় ৬১ শতাংশ। এদিকে খুলনা ও রাজশাহি মেডিকেলে মারা গেছে ৯ জন। সংক্রমণ ঠেকাতে শহরে কিছুটা লকডাউন মানা হলেও উপজেলায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত।

[৩] রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টার মধ্যে তারা মারা যান। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত চার জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের একজন রোগী করোনা পজিটিভ ছিলেন। অন্য তিন জনের বাড়ি রাজশাহী। তারা মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ২৫ জন। এ নিয়ে মোট ভর্তি রোগী ২৮৯ জন। হাসপাতালে মোট বেডের সংখ্যা ২৭১টি। বাকিরা রয়েছেন মেজেতে।

[৪] খুলনা করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, শুক্রবার ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩৪ শতাংশ। আর উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ১৩১ জন রোগী ভর্তি রয়েছেন।

[৫] তিনি বলেন, একশ’ শয্যা থেকে ১৬০ শয্যায় উন্নীত করা হচ্ছে খুলনা করোনা হাসপাতালকে। এজন্য এই হাসপাতালে রোববার ১০ জন চিকিৎসক ও ৪০ জন নার্স যোগদান করছেন। এ ছাড়া নতুন আরেকটি অক্সিজেন প্লান্ট স্থাপন করার কাজ চলছে।

[৬] বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৫১৪ জন।

[৭] সাতক্ষীরায় শনাক্ত হয়েছেন ৬৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩৩৬ জন এবং মারা গেছেন ৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৯২ জন।

[৮] যশোরে শনাক্ত হয়েছেন ৩৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৬২ জন। মারা গেছেন ৮৫ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৮০ জন।

[৯] নড়াইলে শনাক্ত হয়েছেন ৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ১৮ জন। মারা গেছেন ২৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৭ জন।

[১০] মাগুরায় শনাক্ত হয়েছেন একজন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৩০৮ জন। মারা গেছেন ২৩ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২১৫ জন।

[১১] ঝিনাইদহে শনাক্ত হয়েছেন ৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৫ জন। মারা গেছেন ৫৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৭৯২ জন।

[১২] কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৪৯৯ জন। মারা গেছেন ১২৯ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৮০০ জন।

[১৩] চুয়াডাঙ্গায় শনাক্ত হয়েছেন ১০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ১৮৫ জন। মারা গেছেন ৬৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬৩ জন।

[১৪] শনাক্তের দিক দিয়ে সর্বনিম্নে রয়েছে মেহেরপুর। এখানে গত নতুন করে শনাক্ত হয়েছেন ৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ১৩০ জন। তবে বেড়েছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন এবং সুস্থ হয়েছেন ৮৮৭ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়