শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাবে ◈ হালা‌ন্ডের গো‌লের রেকর্ড, ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার সিটির রোমাঞ্চকর জয় ◈ আতলেতিকোকে ৩-১ গো‌লে হারা‌লো বার্সেলোনা  ◈ টাকা দরপতনে বিনিয়োগকারীরা দিশেহারা, সর্বস্বান্ত হয়েছেন অনেকে ◈ মারা গে‌ছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রবিন স্মিথ ◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০২:০১ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুটিং ফ্লোরে মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’

ইমরুল শাহেদ: ১২ জুন সকালে বসিলার একটি লোকেশনে প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল রোশান, মিশা সওদাগর, দীপা খোন্দকার ও সীমান্তকে নিয়ে ‘রিভেঞ্জ’ ছবির কাজ শুরু করেছেন। প্রথম দিনের শুটিংয়ে বুবলী নেই। জানা গেছে, বসিলা লোকেশনে বুবলীর কোনো কাজ নেই। তাকে নিয়ে কাজ শুরু হবে ১৫ জুন থেকে। লোকেশন কোথায় হবে সেটা পরিচালক নিশ্চিত করে রাখলেও এখনই তা প্রকাশ করছেন না। তবে জানা গেছে, কেরানীগঞ্জ ও ফরিদপুরে ছবিটির শুটিং হবে।

পূর্বাহ্নে মহরত অনুষ্ঠানে বুবলী বলেছেন, ‘আমার প্রথম সেন্সর পাওয়া ছবি ‘শুটার’। সেটির প্রযোজক ছিলেন ইকবাল ভাই। এরপর পাসওয়ার্ড, বীরের পর আবার তার প্রযোজনায় ‘রিভেঞ্জ’ ছবিটি করতে যাচ্ছি। তবে এ ছবির জন্য বুবলীর ফার্স্টলুক এখনো মুক্তি দেওয়া না হলে ইতোমধ্যে পরিচালক রোশান-এর ফার্স্টলুক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি এখন চলমান রয়েছে। ফার্স্টলুকে রোশানকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে।

হয়তো প্রতিশোধ নেওয়ার সময় তার এমন পরিস্থিতি হয়েছে। শাকিব খানের এক সময়ের অংশীদার মোহাম্মদ ইকবাল বলেন, শাকিব খানকে নিয়ে ছবি বানাতে গেলে যে বিনিয়োগ দরকার সেটা করে বিনিয়োগ তুলে আনা যাবে না। এজন্য তাকে নিয়ে ছবি বানাতে পারছি না। আবার চলচ্চিত্রের সুদিন ফিরে আসলে শাকিবের সঙ্গে কাজ করব। তিনি বলেন, রিভেঞ্জ ছবিতে যে চরিত্রটি রয়েছে সেটির রোশানই সঠিক বলে আমার কাছে মনে হয়েছে।

এজন্য তাকে নিয়েছি। যাহোক রোশানের নতুন লুক মোহাম্মদ ইকবাল ১১ জুন নিজেই ফেসবুকে শেয়ার করেছেন। শেয়ার করেছেন চলচ্চিত্রের গল্পকার আবদুল্লাহ জহির বাবুও। তিনি জানান, ‘রিভেঞ্জ’ অ্যাকশনধর্মী ছবি। সেভাবেই রোশানকে হাজির করা হয়েছে। ‘রিভেঞ্জ’ অ্যাকশননির্ভর ছবি। ফলে রোশানের পাশাপাশি বুবলীকেও মারপিটের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। চলচ্চিত্রটি প্রযোজনা করছে অনুরাগ ট্রেডার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়