শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০১:০৯ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপ-নির্বাচন: ঢাকা-১৪ আগা খান মিন্টু, কুমিল্লা-৫ আবুল হাসেম খান ও সিলেট-৩ আসনে আ.লীগের মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান

সমীরণ রায়, মহসীন কবির: [২] আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য তিন আসনের উপ-নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ঢাকা-১৪ আসনে মনোনয়ন পেয়েছেন আগা খান মিন্টু, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান এবং কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খান।
[৩] শনিবার (১২ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ধানমন্ডিতে অনুষ্ঠিত এই সভায় যোগ দেন দলের সভাপতি শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
[৪] মনোনয়ন পাওয়া আগা খান মিন্টু শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি, হাবিবুর রহমান সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এবং আবুল হাসেম খান বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
[৫] ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক গত ৪ এপ্রিল, সিলেট-৩ আসনের সংসদ সদস্য ১১ মার্চ এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মারা যান। এরপরই তিনটি আসন শূন্য ঘোষণা করা হয়।
[৪] ২রা জুন নির্বাচন কমিশন ১৪ই জুলাই প্রথমে এই তিন আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ১৪ই জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুদিন থাকায় দলটি থেকে ওইদিন নির্বাচনের তারিখ পরিবর্তনের আহ্বান জানানো হয়। নির্বাচন কমিশন বিষয়টি আমলে নিয়ে ২৮শে জুলাই নির্বাচনের দিন নির্ধারণ করে। তবে তফসিল অনুযায়ী অন্যান্য আনুষ্ঠানিকতা অপরিবর্তিত থাকবে।

[৫] এদিকে, গত ৪ঠা জুন থেকে ১০ই জুন পর্যন্ত চলে সংসদীয় তিন উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম। কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাসহ তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৯৪ জন। তাদের মধ্যে বিভিন্ন সহযোগী সংগঠনের হেভিওয়েট নেতাকর্মী ছাড়াও প্রয়াত তিন সাংসদের স্ত্রী ও স্বজনারও আছেন। তবে সব ধরনের নেতাকর্মীই মনোনয়ন চাচ্ছেন বলে দলের ভেতরেই এ নিয়ে কথা উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়