শিরোনাম
◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ নির্বাচনে জাপা ও এনডিএফ প্রার্থীদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম 

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০২:৩২ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিয়ার তুলকালামে ভেস্তে গেল শামিম-ইমরানের ঝড়ো ইনিংস, জিতে গেল শেখ জামাল

নিজস্ব প্রতিবেদক: [২]ঢাকা প্রিমিয়ার লিগে টানা জয় তুলে নিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নিজেদের সপ্তম ম্যাচে জিয়াউর রহমানের ঝড়ো ফিফটিতে প্রাইম দোলেশ্বরকে ৩ উইকেটে হারিয়েছে তারা।

[৩]শুক্রবার ১১ জুন, সাভারের বিকেএসপিতে চার নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নামে দোলেশ্বর। শুরুতেই ওপেনার ফজলে মাহমুদ ফিরলেও ঝড় তোলেন ইমরান উজ্জামান। ৪৬ বলে খেলেন ৬৫ রানের দারুণ ইনিংস। শেষ দিকে তুলকালাম তোলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা শামিম পাটোয়ারি। তার অপরাজিত ১৯ বলে ৪৫ রানের ইনিংসে ৫ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে প্রাইম দোলেশ্বর।

[৪]লক্ষ্য তাড়া করতে নেমে ৭২ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে শেখ জামাল। মনে হচ্ছিল সহজেই হেরে যাবে তারা। কিন্তু তানভীর হায়দার ও জিয়াউর রহমানের জুটিতে জয়ের আশা ফেরে। শেষ ১০ ওভারে জিততে প্রয়োজন ছিল ৬০ রানে। যা সহজ করে দেন জিয়া। ৩৩ বলে খেলেন ৫৩ রানের দুর্দান্ত ইনিংস। অপরদিকে ৩৪ বলে ৪৫ রানে অপরাজিত থেকে শেষ বলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তানভীর হায়দার।

[৫]সংক্ষিপ্ত স্কোর :
প্রাইম দোলেশ্বর ১৬৬/৫(২০)
ইমরান ৬৫, শামিম ৪৯*
সানি ২/২৫, জিয়া ২/২৭

শেখ জামাল ১৬৭/৭(২০)
জিয়া ৫৩, তানভীর ৪৫*
রাব্বি ৪/২৪, এনামুল ২/৩২

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়