শিরোনাম
◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০২:৩২ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিয়ার তুলকালামে ভেস্তে গেল শামিম-ইমরানের ঝড়ো ইনিংস, জিতে গেল শেখ জামাল

নিজস্ব প্রতিবেদক: [২]ঢাকা প্রিমিয়ার লিগে টানা জয় তুলে নিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নিজেদের সপ্তম ম্যাচে জিয়াউর রহমানের ঝড়ো ফিফটিতে প্রাইম দোলেশ্বরকে ৩ উইকেটে হারিয়েছে তারা।

[৩]শুক্রবার ১১ জুন, সাভারের বিকেএসপিতে চার নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নামে দোলেশ্বর। শুরুতেই ওপেনার ফজলে মাহমুদ ফিরলেও ঝড় তোলেন ইমরান উজ্জামান। ৪৬ বলে খেলেন ৬৫ রানের দারুণ ইনিংস। শেষ দিকে তুলকালাম তোলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা শামিম পাটোয়ারি। তার অপরাজিত ১৯ বলে ৪৫ রানের ইনিংসে ৫ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে প্রাইম দোলেশ্বর।

[৪]লক্ষ্য তাড়া করতে নেমে ৭২ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে শেখ জামাল। মনে হচ্ছিল সহজেই হেরে যাবে তারা। কিন্তু তানভীর হায়দার ও জিয়াউর রহমানের জুটিতে জয়ের আশা ফেরে। শেষ ১০ ওভারে জিততে প্রয়োজন ছিল ৬০ রানে। যা সহজ করে দেন জিয়া। ৩৩ বলে খেলেন ৫৩ রানের দুর্দান্ত ইনিংস। অপরদিকে ৩৪ বলে ৪৫ রানে অপরাজিত থেকে শেষ বলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তানভীর হায়দার।

[৫]সংক্ষিপ্ত স্কোর :
প্রাইম দোলেশ্বর ১৬৬/৫(২০)
ইমরান ৬৫, শামিম ৪৯*
সানি ২/২৫, জিয়া ২/২৭

শেখ জামাল ১৬৭/৭(২০)
জিয়া ৫৩, তানভীর ৪৫*
রাব্বি ৪/২৪, এনামুল ২/৩২

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়