শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৯:৪১ সকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাসপাতালে ঠাঁই নেই, ঢাকামুখী হচ্ছেন রোগীরা [২] শঙ্কা তৃতীয় টেউয়ের

শিমুল মাহমুদ: [৩] ঈদের পর থেকে ধারাবাহিকভাবে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২০ মে পর্যন্ত সংক্রমণ ছিলো ৮ শতাংশের কাছাকাছি। ২৪ মে ৮.১৫ ও ১ জুন ৯.৬৭ শতাংশ। বুধবার নতুন করে শনাক্ত হয়েছে ২৫৩৭ জন। শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ, মারা গেছেন আরও ৩৬ জন।

[৪] প্রতিনিধিরা জানান, বুধবার ভোর ৬টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা মেডিকেলে মারা গেছে ১৭ জন।

[৫] গতকাল রাজশাহী জেলায় শনাক্তের হার আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৫ শতাংশ পয়েন্ট কমে ৪০ দশমিক ৬২ শতাংশ হয়েছে। মারা গেছেন আরও ১২ জন।

[৬] রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, সোমবার পর্যন্ত হাসপাতালে ১৩৫টি শয্যা ছিলো। রোগীর চাপ দেখে মঙ্গলবার আরেকটি ওয়ার্ড চালু করা হয়, এখন কোভিড ইউনিটে মোট শয্যা ২৬৪টি। ভর্তি করা হয়েছে ২৭৭ জন, বাকি ১৩ রোগী মেঝেতে আছেন।

[৭] খুলনা বিভাগের ১০ জেলায় গতকাল ৫৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি। মারা গেছেন ১০ জন।

[৮] সাতক্ষীরায় ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। শনাক্তের হার ৫৯ দশমিক ৩৪ শতাংশ। বাগেরহাটের মোংলায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার ৫৮.৮৩ শতাংশ। যা আগের দিনের চেয়ে ৫ শতাংশ পয়েন্ট বেশি। কুষ্টিয়ায় ২২২টি নমুনা পরীক্ষা শনাক্ত হয়েছে ৬৭ জন। শনাক্তের হার ৩৩ দশমিক ৫০ শতাংশ। এটি এখন পর্যন্ত পরীক্ষা বিবেচনায় সর্বোচ্চ শনাক্ত। চুয়াডাঙ্গায় শনাক্তের হার ছিল ৩১ ও মেহেরপুরে ৩০ শতাংশ।

[৯] খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ১০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ৯ জুন সকাল পর্যন্ত ১৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি হয়েছেন ৫৭ জন।

[১০] উত্তর জনপদের দিনাজপুরে গেলো ৮ দিনে ২৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। একই দৃশ্য লালমনিরহাটেও। এই জেলায় গেলো এক সপ্তাহে করোনা সংক্রমণের হার ৩৮ শতাংশ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়