শিরোনাম
◈ ওসমান হাদি সংকটাপন্ন, বাবার জন্য অবুঝ শিশুর আকুতি জাতীয় নিরাপত্তা প্রশ্নে নতুন আলোচনার জন্ম দিল ◈ তফসিল ঘোষণার পর বিএন‌পি ও জামায়াতসহ রাজনৈতিক দলগুলো কী অবস্থায় আছে?  ◈ নভেম্বর মাসে বিএনপি নেতার ওপর হামলার বিচার হলে হয়তো এ ঘটনা ঘটতো না: সালাউদ্দিন  ◈ আইসিইউতে হাদি, অপরদিকে নলছিটিতে তার বাড়িতে চুরি, তদন্তে পুলিশ ◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৯:৪১ সকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাসপাতালে ঠাঁই নেই, ঢাকামুখী হচ্ছেন রোগীরা [২] শঙ্কা তৃতীয় টেউয়ের

শিমুল মাহমুদ: [৩] ঈদের পর থেকে ধারাবাহিকভাবে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২০ মে পর্যন্ত সংক্রমণ ছিলো ৮ শতাংশের কাছাকাছি। ২৪ মে ৮.১৫ ও ১ জুন ৯.৬৭ শতাংশ। বুধবার নতুন করে শনাক্ত হয়েছে ২৫৩৭ জন। শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ, মারা গেছেন আরও ৩৬ জন।

[৪] প্রতিনিধিরা জানান, বুধবার ভোর ৬টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা মেডিকেলে মারা গেছে ১৭ জন।

[৫] গতকাল রাজশাহী জেলায় শনাক্তের হার আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৫ শতাংশ পয়েন্ট কমে ৪০ দশমিক ৬২ শতাংশ হয়েছে। মারা গেছেন আরও ১২ জন।

[৬] রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, সোমবার পর্যন্ত হাসপাতালে ১৩৫টি শয্যা ছিলো। রোগীর চাপ দেখে মঙ্গলবার আরেকটি ওয়ার্ড চালু করা হয়, এখন কোভিড ইউনিটে মোট শয্যা ২৬৪টি। ভর্তি করা হয়েছে ২৭৭ জন, বাকি ১৩ রোগী মেঝেতে আছেন।

[৭] খুলনা বিভাগের ১০ জেলায় গতকাল ৫৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি। মারা গেছেন ১০ জন।

[৮] সাতক্ষীরায় ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। শনাক্তের হার ৫৯ দশমিক ৩৪ শতাংশ। বাগেরহাটের মোংলায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার ৫৮.৮৩ শতাংশ। যা আগের দিনের চেয়ে ৫ শতাংশ পয়েন্ট বেশি। কুষ্টিয়ায় ২২২টি নমুনা পরীক্ষা শনাক্ত হয়েছে ৬৭ জন। শনাক্তের হার ৩৩ দশমিক ৫০ শতাংশ। এটি এখন পর্যন্ত পরীক্ষা বিবেচনায় সর্বোচ্চ শনাক্ত। চুয়াডাঙ্গায় শনাক্তের হার ছিল ৩১ ও মেহেরপুরে ৩০ শতাংশ।

[৯] খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ১০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ৯ জুন সকাল পর্যন্ত ১৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি হয়েছেন ৫৭ জন।

[১০] উত্তর জনপদের দিনাজপুরে গেলো ৮ দিনে ২৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। একই দৃশ্য লালমনিরহাটেও। এই জেলায় গেলো এক সপ্তাহে করোনা সংক্রমণের হার ৩৮ শতাংশ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়