শিরোনাম
◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ১০:৪০ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাজ করতে চাইলে টুইটারকে অবশ্যই নিবন্ধন করতে হবে: নাইজেরিয়ার তথ্যমন্ত্রী

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] দেশটির তথ্যমন্ত্রী লাই মোহাম্মাদ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আলোচনাকালে সাংবাদিকদের বলেন, সরকার কখনো টুইটার বন্ধের পক্ষে নয়। তবে টুইটারকে সরকারের শর্ত মেনে নিবন্ধের ফর্ম পূর্ণ করতে হবে। আরটি

[৩] লাই মোহাম্মাদ এএফপিকে জানায়, টুইটার নাইজেরিয়ার কর্পোরেট অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলতে পারে তাই তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর পরে টুইটার কর্তৃপক্ষ সরকারের সঙ্গে আলোচনা করতে চেয়েছে। এনডি টিভি

[৪] তথ্যমন্ত্রী আরো বলেন, টুইটার বন্ধ হওয়ার পর জাতিসংঘসহ অনেক মানবাধিকারকর্মী নাইজেরিয়ার বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে। টুইটার বন্ধের প্রতিবাদ জানিয়েছে। আমি তাদেরকে বলছি, সত্যিকার অর্থে, পূর্ণ সততা নিয়ে কেউই এই প্রশ্ন তুলতে পারবে না। আমাদের দেশে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা আছে। অনেক টিভি ও রেডিও আছে। সবাই স্বাধীন মত কাজ করছে।

[৫] বুধবার (২ জুন) প্রেসিডেন্ট মোহাম্মাদ বুহারির বিতর্কিত একটি মন্তব্য মুছে দেয় টুইটার। যেখানে সরকারের বিরোধিতাকারীদের পরোক্ষভাবে হত্যার হুঁশিয়ারি দেওয়া হয়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় টুইটটি। কিছুক্ষণ পরই মাইক্রোব্লগিং সাইটটির নীতি লঙ্ঘনের দায়ে ডিলিট করা হয় সেই টুইট। এরপরই জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটির ওপর নিষেজ্ঞা দেওয়া হয় দেশটিতে।

[৬] এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ার মত সব দেশকে টুইটার ও ফেসবুক বন্ধের আহবান জানিয়েছেন। টুইটার ও ফেসবুক কর্তৃপক্ষ উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্যে ট্রাম্পের একাউন্ড নিষিদ্ধ করেছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়