শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ১০:৪০ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাজ করতে চাইলে টুইটারকে অবশ্যই নিবন্ধন করতে হবে: নাইজেরিয়ার তথ্যমন্ত্রী

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] দেশটির তথ্যমন্ত্রী লাই মোহাম্মাদ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আলোচনাকালে সাংবাদিকদের বলেন, সরকার কখনো টুইটার বন্ধের পক্ষে নয়। তবে টুইটারকে সরকারের শর্ত মেনে নিবন্ধের ফর্ম পূর্ণ করতে হবে। আরটি

[৩] লাই মোহাম্মাদ এএফপিকে জানায়, টুইটার নাইজেরিয়ার কর্পোরেট অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলতে পারে তাই তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর পরে টুইটার কর্তৃপক্ষ সরকারের সঙ্গে আলোচনা করতে চেয়েছে। এনডি টিভি

[৪] তথ্যমন্ত্রী আরো বলেন, টুইটার বন্ধ হওয়ার পর জাতিসংঘসহ অনেক মানবাধিকারকর্মী নাইজেরিয়ার বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে। টুইটার বন্ধের প্রতিবাদ জানিয়েছে। আমি তাদেরকে বলছি, সত্যিকার অর্থে, পূর্ণ সততা নিয়ে কেউই এই প্রশ্ন তুলতে পারবে না। আমাদের দেশে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা আছে। অনেক টিভি ও রেডিও আছে। সবাই স্বাধীন মত কাজ করছে।

[৫] বুধবার (২ জুন) প্রেসিডেন্ট মোহাম্মাদ বুহারির বিতর্কিত একটি মন্তব্য মুছে দেয় টুইটার। যেখানে সরকারের বিরোধিতাকারীদের পরোক্ষভাবে হত্যার হুঁশিয়ারি দেওয়া হয়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় টুইটটি। কিছুক্ষণ পরই মাইক্রোব্লগিং সাইটটির নীতি লঙ্ঘনের দায়ে ডিলিট করা হয় সেই টুইট। এরপরই জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটির ওপর নিষেজ্ঞা দেওয়া হয় দেশটিতে।

[৬] এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ার মত সব দেশকে টুইটার ও ফেসবুক বন্ধের আহবান জানিয়েছেন। টুইটার ও ফেসবুক কর্তৃপক্ষ উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্যে ট্রাম্পের একাউন্ড নিষিদ্ধ করেছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়