শিরোনাম
◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক?  ◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট 

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ১০:৪০ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাজ করতে চাইলে টুইটারকে অবশ্যই নিবন্ধন করতে হবে: নাইজেরিয়ার তথ্যমন্ত্রী

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] দেশটির তথ্যমন্ত্রী লাই মোহাম্মাদ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আলোচনাকালে সাংবাদিকদের বলেন, সরকার কখনো টুইটার বন্ধের পক্ষে নয়। তবে টুইটারকে সরকারের শর্ত মেনে নিবন্ধের ফর্ম পূর্ণ করতে হবে। আরটি

[৩] লাই মোহাম্মাদ এএফপিকে জানায়, টুইটার নাইজেরিয়ার কর্পোরেট অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলতে পারে তাই তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর পরে টুইটার কর্তৃপক্ষ সরকারের সঙ্গে আলোচনা করতে চেয়েছে। এনডি টিভি

[৪] তথ্যমন্ত্রী আরো বলেন, টুইটার বন্ধ হওয়ার পর জাতিসংঘসহ অনেক মানবাধিকারকর্মী নাইজেরিয়ার বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে। টুইটার বন্ধের প্রতিবাদ জানিয়েছে। আমি তাদেরকে বলছি, সত্যিকার অর্থে, পূর্ণ সততা নিয়ে কেউই এই প্রশ্ন তুলতে পারবে না। আমাদের দেশে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা আছে। অনেক টিভি ও রেডিও আছে। সবাই স্বাধীন মত কাজ করছে।

[৫] বুধবার (২ জুন) প্রেসিডেন্ট মোহাম্মাদ বুহারির বিতর্কিত একটি মন্তব্য মুছে দেয় টুইটার। যেখানে সরকারের বিরোধিতাকারীদের পরোক্ষভাবে হত্যার হুঁশিয়ারি দেওয়া হয়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় টুইটটি। কিছুক্ষণ পরই মাইক্রোব্লগিং সাইটটির নীতি লঙ্ঘনের দায়ে ডিলিট করা হয় সেই টুইট। এরপরই জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটির ওপর নিষেজ্ঞা দেওয়া হয় দেশটিতে।

[৬] এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ার মত সব দেশকে টুইটার ও ফেসবুক বন্ধের আহবান জানিয়েছেন। টুইটার ও ফেসবুক কর্তৃপক্ষ উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্যে ট্রাম্পের একাউন্ড নিষিদ্ধ করেছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়